ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শুকিয়ে যাওয়া নদীতে গুপ্তধন

প্রকাশিত: ০৩:৫০, ৩০ অক্টোবর ২০১৮

শুকিয়ে যাওয়া নদীতে গুপ্তধন

একটা শুকিয়ে যাওয়া নদী। আর তার থেকেই মিলেছে রাশি রাশি সোনা, রূপার মুদ্রা। মুদ্রাগুলো সবই প্রাচীন আমলের। হাঙ্গেরির দানিউব নদীতে পানি নেই বললেই চলে। শুকনো খটখটে। প্রত্নতত্ত্ববিদরা সেখান থেকেই পেয়েছেন দু’হাজারের ওপর মুদ্রা। ফেরেঞ্জি মিউজিয়ামের সঙ্গে যুক্ত প্রত্নতত্ত্ববিদ কাতালিন কোভাস জানিয়েছেন, মুদ্রা ছাড়াও মিলেছে প্রাচীন আমলের লোহার অস্ত্র, কামানের গোলা, বর্শা, তরবারি। বুদাপেস্টের দক্ষিণে এর্দ শহরের গা বেয়ে নদীটা যেখানে বইছে সেখানেই মিলেছে এগুলো। ডাইভার, ড্রোন সব কিছু নিয়ে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে, জানিয়েছেন ইতিহাসবিদরাও। নদীতে পানির স্তর বেড়ে যাওয়ার আগেই কাজ সেরে ফেলতে হবে, জানিয়েছেন তারা।
×