ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় ব্রাভোর

প্রকাশিত: ০৬:৪৩, ২৬ অক্টোবর ২০১৮

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় ব্রাভোর

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘ সময় ধরেই ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) সঙ্গে টানাপোড়েন চলছে ডোয়াইন ব্রাভোর। ২০১৬ টি২০ বিশ্বকাপ বিজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন এ অলরাউন্ডার। এমনকি তার একটি গান ক্যারিবীয় দলের সেই বিশ্বকাপে ছিল টিমের থিম সং। কিন্তু সে সময় অধিনায়ক ড্যারেন সামির সঙ্গে বেতন-ভাতা প্রসঙ্গে সুর মিলিয়ে কড়া সমালোচনা করেছিলেন বোর্ডের। তারপর থেকেই আন্তর্জাতিক ক্রিকেট থেমে গেছে তার। শেষ পর্যন্ত আর কোন আশা না দেখে অবসরেরই ঘোষণা দিলেন ৩৫ বছর বয়সী এ ত্রিনিদাদের তারকা। ২০০৪ সালের এপ্রিলে ইংল্যান্ডের বিপক্ষে জর্জটাউনে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু হয়েছিল ব্রাভোর। একই বছর জুলাইয়ে টেস্ট এবং ২০০৬ সালের ফেব্রুয়ারিতে টি২০ অভিষেক হয়। তিন ফরমেটেই নির্ভরযোগ্য অলরাউন্ডার হিসেবে নিজেকে দলে প্রতিষ্ঠিত করেন তিনি। তবে ২০১৬ টি২০ বিশ্বকাপের পর থেকেই বোর্ডের কু-নজরে পড়েন তিনি বিভিন্ন সমালোচনা করায়। তাই জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়েন। একদিনের ক্রিকেটে শেষবার তাকে দেখা গেছে ভারতের বিপক্ষে ২০১৪ সালের অক্টোবরে। আর শেষ টেস্ট খেলেছেন প্রায় ৮ বছর আগে শ্রীলঙ্কার বিপক্ষে। আন্তর্জাতিক ক্রিকেটে ব্রাভো সবশেষ ম্যাচ খেলেছেন ২০১৬ সালের সেপ্টেম্বরে, পাকিস্তানের বিপক্ষে টি২০ ম্যাচে। শেষ পর্যন্ত আবারও জাতীয় দলে ফেরার আশা ছেড়ে দিয়ে ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ব্রাভো। তবে ফ্র্যাঞ্চাইজি টি২০ ক্রিকেট খেলে যাবেন তিনি। চালিয়ে যাবেন পেশাদার ক্রিকেটে বিচরণ। প্রায় এক যুগেরও বেশি সময়ের ক্রিকেট ক্যারিয়ারে ৩৫ বছর বয়সী এ অলরাউন্ডার খেলেছেন ৪০ টেস্ট, ১৬৪ ওয়ানডে ও ৬৬ টি২০।
×