ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তৃতীয় বাংলাদেশী হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক ছোঁয়ার সুযোগ মুশফিকের

আজ জ্বলে উঠবেন মুশফিক-মাহমুদুল্লাহ?

প্রকাশিত: ০৬:৪৫, ২৪ অক্টোবর ২০১৮

আজ জ্বলে উঠবেন মুশফিক-মাহমুদুল্লাহ?

মোঃ মামুন রশীদ ॥ সফরকারী জিম্বাবুইয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের মিডলঅর্ডার ছিল ব্যর্থ। মোহাম্মদ মিঠুন ৩৭ রান করলেও সেই ব্যর্থতা ফুটে উঠেছে মূলত মিডলঅর্ডারের দুই স্তম্ভ মুশফিকুর রহীম ও মাহমুদুল্লাহ রিয়াদের রান না পাওয়াতে। মুশফিক ১৫ আর মাহমুদুল্লাহ ০ রানেই সাজঘরে ফিরেছিলেন। তবে লোয়ারঅর্ডারে আসা মোহাম্মদ সাইফউদ্দিনকে সঙ্গে নিয়ে অবিস্মরণীয় একটি ইনিংস উপহার দেন ওপেনার ইমরুল কায়েস। তাতেই রক্ষা হয়েছে। এবার সাগরিকায় অবশ্য অপরিহার্য এই দুই ক্রিকেটারের কাছ থেকে বড় কিছুই প্রত্যাশা করবে বাংলাদেশ দল। সিরিজ জয় নিশ্চিত হতে পারে এ ম্যাচেই। সাকিব আল হাসান ও লোকাল বয় তামিম ইকবাল না থাকায় এ দুই নির্ভরযোগ্য ক্রিকেটারের ব্যাট অনেক বড় ভরসার স্থল। তারা কি আজ জ্বলে উঠতে পারবেন? আর ২৫ রান করতে পারলেই তৃতীয় বাংলাদেশী হিসেবে তিন ফরমেটের আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলকও ছুঁবেন মুশফিক। চট্টগ্রামের এই মাঠে দীর্ঘ দুই বছর পর ওয়ানডে খেলতে নামছে আজ বাংলাদেশ দল। সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাট হাতে সবচেয়ে সফল ব্যাটসম্যান তামিম। নিজের ঘরের মাঠে তিনি অবশ্য দর্শক হয়েই দেখবেন আজ জিম্বাবুইয়ের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডেটি। তামিম ১৪ ম্যাচে ৪১.৪১ গড়ে ৪ ফিফটিতে এখানে করেছে ৪৯৭ রান। তার অভাবটা অবশ্য প্রথম ম্যাচে ইমরুল বুঝতে দেননি ১৪৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে। তবে এ মাঠে দ্বিতীয় সর্বাধিক রান করা মুশফিকের এবার জ্বলে ওঠার পালা। সাকিব-তামিমের পর তৃতীয় বাংলাদেশী হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরমেট মিলিয়ে (ওয়ানডে, টেস্ট ও টি২০) ১০ হাজার রান থেকে মাত্র ২৫ রান দূরে দাঁড়িয়ে তিনি। বর্তমানে তার তিন ফরমেট মিলিয়ে ৩২৯ ম্যাচে ৩১.৭৬ গড়ে রান ৯৯৭৫। সবার আগে ২০১৭ সালে দশ হাজারের মাইলফলক ছোঁয়া তামিম বর্তমানে বাংলাদেশের সেরা ৩০৭ ম্যাচে ৩৪.৫৪ গড়ে ১১ হাজার ৮৮৪ রান করে। আর এ বছরের শুরুতে দশ হাজারে পা রাখা সাকিব ৩১৪ ম্যাচে ৩৩.৮৯ গড়ে করেছেন ১০ হাজার ৫৪২ রান। এবার এশিয়া কাপেই ওয়ানডে ক্রিকেটে তৃতীয় বাংলাদেশী হিসেবে ৫ হাজার রান পূর্ণ করেছেন মুশফিক। সাগরিকার এ মাঠেও তিনি ১৪ ম্যাচে ৩৮.৮৫ গড়ে ২৭২ রান করে দ্বিতীয় সেরা পারফর্মার। এবার তার জ্বলে ওঠার পালা। মিডলঅর্ডারের আরেক ভরসা মাহমুদুল্লাহ প্রথম ওয়ানডেতে আশাভঙ্গ করেছেন। দ্রুতই ৪ উইকেট পতনের পর তার ব্যাটের দিকে তাকিয়ে ছিল বাংলাদেশ দল। কিন্তু ০ রানেই সাজঘরে ফেরেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপে ৭৪ রানের ইনিংস খেলার পর টানা তিন ম্যাচে (২৫, ৪, ০) বড় কোন রানের দেখা পাননি তিনি। এবার খোলস ছেড়ে বেরিয়ে আসার পালা তারও। সাকিব-তামিম না থাকার কারণে এ দু’জনের ওপর এখন পুরো ব্যাটিংয়ের চাপটা কাঁধে এসে পড়েছে। আজ জিম্বাবুইয়ের বিপক্ষে সিরিজ জয়ের ম্যাচ বাংলাদেশ দলের। প্রথম ওয়ানডেতে ২৮ রানে জেতার কারণে আজ জিতে গেলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে স্বাগতিকরা। তাই মুশফিক-মাহমুদুল্লাহর ব্যাটের ওপর ভরসা করবে টাইগাররা। ব্যাটে-বলে চৌকস সাকিবের অভাব পূরণের জন্যও এ দু’জনের জ্বলে ওঠা জরুরী। উল্লেখ্য, সাকিব ব্যাট হাতে এ মাঠে ১৫ ম্যাচে তৃতীয় সর্বাধিক ২৪৩ রান করেছেন এবং বল হাতে সর্বাধিক ৩০ উইকেট নিয়েছেন।
×