ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কোহলি-রোহিতময় জয়ে এত রেকর্ড!

প্রকাশিত: ০৭:১৫, ২৩ অক্টোবর ২০১৮

কোহলি-রোহিতময় জয়ে এত রেকর্ড!

শাকিল আহমেদ মিরাজ ॥ ভারতের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ। ফল কি হবে, সেটি যেন অনুমেয়! টেস্টে ২-০ তে ‘হোয়াইটওয়াশ’ ক্যারিবীয়রা, প্রথম ওয়ানডেতে ৩২২ রান করেও হার ৮ উইকেটে! প্রতিপক্ষকে নিয়ে রীতিমতো ছেলেখেলাই করছে বিরাট কোহলি এ্যান্ড কোং। সাদা কিংবা রঙ্গিন পোশাকে ব্যক্তিগত কিংবা দলীয়, রেকর্ডের বন্যা বইয়ে দিচ্ছে স্বাগতিকরা। গোহাটিতে জয়ের নায়ক কোহলি (১৪০) ও ওপেনার রোহিত শর্মার (১৫২*) দুর্দান্ত উইলোবাজিতে ভারত জয় পেয়েছে ৭ ওভার ৫ বল হাতে রেখে। পাঁচ ওয়ানডের সিরিজে এগিয়ে যাওয়ার দিনে আসলে রেকর্ড পরিসংখ্যানের অনেক কিছুই এলোমেলো করে দিয়েছেন দুই সুপারস্টার। নিচে তারই কিছু তুলে ধরা হলোÑ ** অধিনায়ক হিসেবে কোহলির এটি ১৪তম সেঞ্চুরি। বিশ্ব ক্রিকেটে রেকের্ডর তালিকায় যা দ্বিতীয় সর্বাধিক। শুধুমাত্র রিকি পন্টিং অস্ট্রেলিয়ার অধিনায়ক থাকাকালে ২২ সেঞ্চুরি করেছিলেন। কোহলি অবশ্য মাত্র ৫০ ইনিংসে ১৪ সেঞ্চুরি করেছেন, যেখানে পন্টিং ২২ সেঞ্চুরি করেন ২২০ ইনিংসে। ওয়ানডেতে কোহলির সবমিলিয়ে এটি ৩৬তম সেঞ্চুরি, আর সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটে ৬০তম। ৩ নম্বর পজিশনে ২৯তম, এটি আবার পন্টিংয়ের সঙ্গে যৌথভাবে শীর্ষ। ** সফল রান তাড়ায়, অর্থাৎ রান তাড়া করতে গিয়ে মাত্র ৭৫ ইনিংসে দলকে জিতিয়েছেন এমন ম্যাচে কোহলির সেঞ্চুরি সংখ্যা ২০টি। যেখানে এরই মধ্যে স্বদেশী পূর্বসূরী কিংবদন্তি শচীন টেন্ডুলকর (১৪) থেকে ৬টি বেশি করেছেন কোহলি। রান তাড়ায় কোহলির গড় ৯৮.২৫, যা ১০০০ হাজার রানের বেশি সফলতম রান করা সব ব্যাটসম্যানদের থেকে সেরা। আর ৩০০ রানের বেশি তাড়া করতে গিয়ে এটি কোহলির অষ্টম সেঞ্চুরি। বিশ্বে অন্য কোন ব্যাটসম্যানের চারটির বেশি নেই। ** গোহাটিতে কোহলি-রোহিত জুটির মোট রান ২৪৬। পঞ্চমবারের মতো ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি জুটি গড়লেন দু-জনে। যেখানে ইতিহাসে তিনটির বেশি ডাবল সেঞ্চুরি জুটি নেই অন্য কোন দেশের ব্যাটসম্যানদের। তবে রান তাড়া করতে গিয়ে এটাই দু-জনের প্রথম ডাবল সেঞ্চুরি জুটি। আর ভারতের ওয়ানডে ইতিহাসে রান তাড়ায় এ পর্যন্ত যে ৯টি ডাবল সেঞ্চুরি জুটি হয়েছে, তার ৬টিতেই ছিলেন কোহলি! ** রোহিত খেলেছেন অপরাজিত ১৫২ রানের অনবদ্য ইনিংস। ওয়ানডেতে এটি তার ব্যক্তিগত ষষ্ঠ দেড় শ’ (১৫০) রানের ইনিংস। যা নতুন রেকর্ড। এক্ষেত্রে পাঁচটি করে দেড় শ’ ছাড়ানো ইনিংস খেলে দ্বিতীয় স্থানে শচীন টেন্ডুলকর ও ডেভিড ওয়ার্নার। উল্লেখ্য, ওয়ানডে ইতিহাসে সর্বাধিক ডাবল সেঞ্চুরির মালিকও তিনিই। ** রোহিতের এটি ক্যারিয়ারের ২০তম ওয়ানডে সেঞ্চুরি। ভারতের হয়ে চতুর্থ ও সবমিলিয়ে ১৩তম ২০টি ওয়ানডে সেঞ্চুরির মালিক। ১৮৩ ইনিংস লাগলো তার এই সেঞ্চুরিগুলো করতে। ওই ১৩ জনের মধ্যে তিনি চতুর্থ দ্রুততম। হাশিম আমলা (১০৮ ইনিংস), কোহলি (১৩৩) ও এবি ডি ভিলিয়ার্স (১৭৫) শুধু রোহিতের ওপরে। ** এ নিয়ে মোট ৬ বার দুই ব্যাটসম্যানর একই ইনিংসে ১৪০ বা তার বেশি ব্যক্তিগত রান তুললেন। যেখানে রোহিত অপরাজিত ১৫২, কোহিল আউট হওয়ার আগে করেছেন ১৪০। ** ৭.৭৩- ৩০০’র বেশি রান তাড়া করতে নেমে সব দলের মধ্যে ভারতের এটি ষষ্ঠ সর্বোচ্চ গড়। ৩২৩ রান তাড়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ। ** এ নিয়ে ওয়ানডেতে রোহিত ৮টি বা তার বেশি ছক্কা হাঁকিয়েছেন। শুধুমাত্র ক্রিস গেইল এর চেয়ে বেশি করেছেন। মার্টিন গাপটিল, এবি ডি ভিলিয়ার্স, শহীদ আফ্রিদি ও কাইরন পোলার্ডের ইনিংসে ৮ ছক্কা তিনবার করে। ভারতীয়দের মধ্যে মাহেন্দ্র সিং ধোনি ও ইউসুফ পাঠান একবার করে। সিরিজে আরও কত রেকর্ড অপেক্ষা করছে, কে জানে! বুধবার বিশাখাপত্তমের দ্বিতীয় ওয়ানডে।
×