ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সুপ্রীমকোর্টে আবেদন খারিজ

প্রকাশিত: ০৬:৪৯, ২৩ অক্টোবর ২০১৮

সুপ্রীমকোর্টে আবেদন খারিজ

মালদ্বীপের সুপ্রীমকোর্ট রবিবার প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিনের করা আবেদন খারিজ করে নির্বাচনে তার পরাজয়কে বহাল রেখেছে। ইয়ামিন তার আবেদনে গত মাসের শেষদিকে অনুষ্ঠিত নির্বাচন বাতিল করে নতুন নির্বাচন চেয়েছিলেন। পাঁচজন বিচারকের সমন্বয়ে গঠিত বেঞ্চ সর্বসম্মতভাবে রায় দিয়ে বলেছে, গত ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে জালিয়াতির যে অভিযোগ ইয়ামিন করেছে তা প্রমাণে তিনি ব্যর্থ হয়েছেন। নির্বাচনে বিরোধী প্রার্থী ইব্রাহিম মোহাম্মদ সোলিহ জয়ী হন। -এএফপি ভাসমান সোফা মেঘের মতো সোফা। পালকের মতো হালকা। ঘরের মধ্যেই ভেসে বেড়াচ্ছে। এমন একটা ধারণা থেকেই ভাবনা ফ্লোটিং (ভাসমান) ক্লাউড সোফার। ডেভিড কু ও ঝেং ইয়াওয়েই নামে দুই বিজ্ঞানী এই সোফার নক্সা তৈরি করেন। এর মূল চালিকাশক্তি চুম্বক। চৌম্বকীয় ক্ষেত্রের মাধ্যমেই এই সোফার নক্সা তৈরি করা হয়। তাই এটিকে ফ্লোটিং ক্লাউড ম্যাগনেট সোফাও বলা হয়।-ওয়েবসাইট
×