ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

অ ন ্য র ক ম

প্রকাশিত: ০৪:০৮, ২১ অক্টোবর ২০১৮

অ ন ্য র ক ম

জনসংখ্যা বাড়াতে... ভিন্ন পথেই হাঁটছে দক্ষিণ কোরিয়া। জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ে উদ্বিগ্ন দেশটির সরকার। জন্মহার কমার জন্য সরকারের একটি কমিটি দীর্ঘ কাজের সময়কেই দায়ী করে। সেখানকার বর্তমান জনসংখ্যা ৫ কোটি ১১ লাখ ৬৪ হাজার ৪৩৫ জন। গত বছরের তুলনায় জনসংখ্যা বৃদ্ধির হার মাত্র ০.৩৬ শতাংশ। অর্থাৎ জনসংখ্যা বেড়েছে পৌনে দুই লাখের সামান্য বেশি। জনঘনত্বের হিসাবে দেখা গেছে, প্রতি বর্গ কিলোমিটারে মাত্র দু’জন বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ২০১৬ সাল থেকে এই ধারাই অব্যাহত রয়েছে। জনসংখ্যা বৃদ্ধির ক্রমহ্রাসমান হারের সমস্যার সমাধান হিসেবে অফিসের কর্মীদের সাপ্তাহিক কাজের সময় কমিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে। সপ্তাহে ৬৮ ঘণ্টার পরিবর্তে এখন থেকে দেশটির চাকরিজীবীরা ৫২ ঘণ্টা কাজ করবেন। স্বাস্থ্যের প্রতি দৃষ্টি দেয়া, অবসাদ কাটানো এবং জন্মহার বৃদ্ধির জন্য এই নিয়ম জারি করেছে সরকার। -ওয়েবসাইট সবচেয়ে বড় জাতের কুকুর পৃথিবীতে যত জাতের কুকুর আছে তার মধ্যে তিব্বতিয়ান মাসটিভ আকারে সবচেয়ে বড়। ২০১১ সালে একটি অরিজিন্যাল তিব্বতিয়ান মাসটিফ কুকুর বিক্রি হয়েছিল ১.৫ মিলিয়ন ইউএস ডলারে। সোনালি রঙের ওই কুকুটির নাম ছিল বিগ স্পালাশ। কুকুরটি লম্বায় ছিল ৩১ ইঞ্চি (প্রায় ৩ ফুট) আর ওজন ছিল ২০০ পাউন্ড (৮০ কেজি)। তিব্বতিয়ান মাসটিফ প্রজাতির একটি কুকুরের দাম ৫ লাখ ৮২ হাজার মার্কিন ডলার। চীন, তিব্বত, ভারত, মঙ্গোলিয়া ও নেপালে পাহাড়ী এলাকায় স্থানীয় উপজাতিরা এ ধরনের কুকুর পালত। নেকড়ে, চিতাবাঘ, ভাল্লুক ও বাঘের কবল থেকে মেষ, ভেড়াকে বাঁচানোর জন্য উপজাতিরা এ জাতের কুকুর পুষত। ভারতে এ জাতের কুকুরের একটি বাচ্চা বিক্রি হয় ১ থেকে ২৫ লাখ রুপীতে। কখনও কোটি রুপীতেও। -ওয়েবসাইট
×