ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ার ইসরাইল নীতি আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক বিরূপ প্রভাব ফেলবে

প্রকাশিত: ০৪:১৪, ১৮ অক্টোবর ২০১৮

অস্ট্রেলিয়ার ইসরাইল নীতি আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক বিরূপ প্রভাব ফেলবে

১৩টি আরব দেশের রাষ্ট্রদূতরা মঙ্গলবার ক্যানবেরায় এক বৈঠকে মিলিত হয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, ইসরাইলের রাজধানী হিসেবে জেরুজালেমকে অস্ট্রেলিয়ার স্বীকৃতি দেয়ার বিবেচনা উদ্যোগে সেখানে শান্তি প্রতিষ্ঠার ভবিষ্যত ক্ষতিগ্রস্ত হতে পারে। মিসরের রাষ্ট্রদূত একথা বলেছেন। এর আগে মঙ্গলবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এ অপ্রত্যাশিত ঘোষণায় বলেন, জেরুজালেমকে ইসরাইলী রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার ব্যাপারটি তার বিবেচনায় রয়েছে এবং সেখানে অস্ট্রেলিয়ার দূতাবাস সরিয়ে নেয়ার সম্ভাবনা রয়েছে। অস্ট্রেলিয়ায় মিসরের রাষ্ট্রদূত মোহাম্মদ খাইরাত টেলিফোনে রয়টার্সকে বলেছেন, সে কারণে ১৩ রাষ্ট্রদূত অস্ট্রেলীয় রাজধানী ক্যানবেরায় এক বৈঠক ডাকেন। -ওয়েবসাইট
×