ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-জিম্বাবুইয়ে সিরিজ

মাশরাফিদের প্রস্তুতি শুরু আজ

প্রকাশিত: ০৪:২৯, ১৫ অক্টোবর ২০১৮

 মাশরাফিদের প্রস্তুতি শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ জিম্বাবুইয়ে ক্রিকেট দল খেলার মধ্যেই আছে। দক্ষিণ আফ্রিকায় সিরিজ খেলছে। সিরিজ খেলেই মঙ্গলবার জিম্বাবুইয়ে দলের বাংলাদেশে আসার কথা রয়েছে। জিম্বাবুইয়ের বিপক্ষে সিরিজ খেলতে আজ থেকে প্রস্তুতি ক্যাম্পে নেমে পড়ছেন মাশরাফি, মুশফিক, মাহমুদুল্লাহরা। পাঁচদিন প্রস্তুতি নিয়ে তিন ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে নামবে বাংলাদেশ দল। প্রথম ওয়ানডে দিয়ে ২১ অক্টোবর জিম্বাবুইয়ের বিপক্ষে সিরিজে খেলতে নেমে পড়বে বাংলাদেশ দল। জিম্বাবুইয়ের বিপক্ষে ২১ অক্টোবর প্রথম ওয়ানডে দিয়ে সিরিজ শুরু হবে। এর আগে বাংলাদেশে পৌঁছে ১৯ অক্টোবর বিকেএসপিতে একদিনের একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে সফরকারীরা। সেই ম্যাচে বাংলাদেশ ওয়ানডে দলের কয়েকজন ক্রিকেটারও বিসিবি একাদশের হয়ে খেলবেন। এরপর ২১ অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে স্বাগতিক ও সফরকারীরা। সিরিজের শেষ দু’টি ওয়ানডে গড়াবে ২৪ ও ২৬ অক্টোবর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। প্রতিটি ওয়ানডে ম্যাচই দিবা-রাত্রিতে অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ শেষ হলে ৩ নবেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে। আর এই ম্যাচ দিয়েই নয়নাভিরাম স্টেডিয়ামটির টেস্ট অভিষেক হবে। দ্বিতীয় ও শেষ টেস্ট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১১-১৫ নবেম্বর অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দল আগেই ঘোষণা করা হয়েছে। ঘোষিত দলে রয়েছেন মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), লিটন কুমার দাস, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, আবু হায়দার রনি, সাইফউদ্দিন ও ফজলে রাব্বি। রাব্বি প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছেন। প্রায় নয়মাস পর পেসার মোহাম্মদ সাইফউদ্দিন ফিরেছেন দলে। সাকিব আল হাসান ও তামিম ইকবাল আঙ্গুলের ইনজুরির জন্য জিম্বাবুইয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেই। দল স্বাভাবিকভাবেই দুর্বল হয়ে পড়ার কথা। অবশ্য সাকিব আল হাসান তা মানতে নারাজ। রবিবার অস্ট্রেলিয়া থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে জানিয়েছেন, ‘এটা আসলে স্পোর্টসের পার্ট। একজন দুইজন খেলোয়াড় সবসময় ফিট থাকবে না। সবসময় খেলতেও পারবে না। সুবিধা হচ্ছে নতুন নতুন খেলোয়াড়দের সুযোগ আসে। আশাকরি তারা কাজে লাগাতে পারবে এবং ভাল করবে। সত্যি কথা বলতে কারও জন্য কোন কিছু অপেক্ষা করে না। আমি আশাকরি বাংলাদেশ আরও ভাল করবে। আমি ও তামিম ছাড়া যদি এশিয়া কাপে বাংলাদেশ ফাইনাল খেলতে পারে তাহলে জিম্বাবুইয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে না জেতার কোন কারণ দেখি না।’ এশিয়া কাপ শেষে ১৬ দিন ছুটি কাটিয়ে বিশ্রাম শেষে আজ থেকে ক্রিকেটাররা আবার জাতীয় দলের ক্যাম্পে ফিরবেন। পাঁচদিন অনুশীলন করে খেলার মেজাজে ফিরে সাকিবের জেতার ইচ্ছা এখন ক্রিকেটাররা পূরণ করতে পারলেই হয়।
×