ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হায়দরাবাদ টেস্ট

তিন হাফ সেঞ্চুরিতে ভারতের জবাব

প্রকাশিত: ০৬:৪৭, ১৪ অক্টোবর ২০১৮

তিন হাফ সেঞ্চুরিতে ভারতের জবাব

স্পোর্টস রিপোর্টার ॥ কানপুরে অভিষেকেই আলো ছড়ানো পৃথ্বী শ’র (৫৩ বলে ৭০) ঝড়ো ব্যাটিংয়ের পর অজিঙ্কা রাহানে (৭৫*) ও ঋষভ পন্থের (৮৫*) দায়িত্বশীল হাফ সেঞ্চুরির ওপর ভর করে হায়দরবাদ টেস্টের দ্বিতীয়দিনটা নিজেদের করে নিয়েছে ভারত। প্রথম ইনিংসে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের ৩১১ রানের জবাবে ৪ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ৩০৮। এর আগে সকালে দুরন্ত ব্যাটিং করা রোস্টন চেইসের (১০৬) আউটের পর সহসা গুটিয়ে যায় ক্যারিবীয়দের ইনিংস। ভারতের হয়ে উমেশ যাদব ৬ ও কুলদীপ যাদব নিয়েছেন ৩ উইকেট। উল্লেখ্য, কানপুরে বিশাল জয়ে দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বিরাট কোহলির দল। সিরিজ বাঁচাতে জেসন হোল্ডারের উইন্ডিজকে এই ম্যাচে জিততেই হবে। ৭ উইকেটে ২৯৫ রান নিয়ে শনিবার দ্বিতীয়দিন শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। তবে এদিন সফরকারীরা টিকতে পেরেছে মাত্র ৬.৪ ওভার। যোগ করতে পেরেছে আর ১৬ রান। দিনের প্রথম বলেই সিঙ্গেল নিয়ে ৯৯-এ পৌঁছে যান চেস। ওভারের শেষ বলে দেবেন্দ্র বিশুকে বোল্ড করেন উমেশ। পরের ওভারে কুলদীপ যাদবকে মিড উইকেটে ঠেলে ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন চেস। খানিক বাদে উমেশের বলে তিনিও বোল্ড হন। ১৮৯ বলে ৮ চার ও এক ছক্কায় ১০৬ রান করেন ডানহাতি ব্যাটসম্যান। চেসের উইকেট নিয়ে উমেশ পূর্ণ করেন পাঁচ উইকেট। পরের বলে শ্যানন গ্যাব্রিয়েলকে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ইতিও টানেন এই পেসার। ফলে দ্বিতীয় ইনিংসে তার হ্যাটট্রিকের সম্ভাবনাও থাকল। ৮৮ রানে ৬ উইকেট নিয়েছেন উমেশ। ৩৯ টেস্টের ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট পেলেন ৩০ বছর বয়সী পেসার। ২০১২ সালে পার্থে ক্যারিয়ারের পঞ্চম টেস্টেই পেয়েছিলেন পাঁচ উইকেট। দ্বিতীয়বার পাঁচ উইকেট নিতে লেগে গেল ৩৪ ম্যাচ। ৮৫ রানে ৩ উইকেট নিয়েছেন কুলদীপ যাদব। জবাবে শুরুতে লোকেশ রাহুলকে হারিয়ে ধাক্কা খায় ভারত। তবে পৃথ্বী ছিলেন আক্রমণাত্মক। ভারতের রান তখন ৯৮, পৃথ্বীর ৭০। একাই ডমিনেট করে ওয়েস্ট ইন্ডিজের আক্রমণ সামাল দিচ্ছিলেন। ৩৯ বলে হাফ সেঞ্চুরি ছোঁয়া পৃথ্বী সেঞ্চুরির পথে দ্রুত এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু অতিরিক্ত আক্রমণাত্মক খেলতে গিয়ে ভুল করে বসেন। ৭০ রানে নিজের উইকেট উপহার দেন ১৮ বছর বয়সী। আত্মবিশ্বাসে ভরপুর পৃথ্বী ওয়ারিক্যানের বলে তুলে মারতে গিয়ে এক্সট্রা কাভারে হেটমারের ক্যাচে পরিণত হন। ৫৩ বলে ৭০ রানের ইনিংসটি থামে সেখানেই। ১১ চার ও ১ ছক্কায় মাতিয়ে রাখেন হয়দরাবাদ স্টেডিয়াম। দারুণ এক অর্জন থেকে বঞ্চিত হন পৃথ্বী। ভারতের হয়ে অভিষেকের প্রথম দুই টেস্টে শতরান করেছিলেন সৌরভ গাঙ্গুলী ও রোহিত শর্মা। হাফ সেঞ্চুরি মিস করেছেন বিরাট কোহলি। ভারত অধিনায়ক হোল্ডারের বলে এলবিডব্লিউ হয়েছেন ব্যক্তিগত ৪৫ রানে। স্কোর ॥ ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস ॥ ৩১১/১০ (১০১.৪ ওভার; ব্রেথওয়েট ১৪, পাওয়েল ২২, হোপ ৩৬, হেটমায়ার ১২, আমব্রিস ১৮, ডাওরিচ ৩০, হোল্ডার ৫২, চেইস ১০৬, বিশু ২, ওয়ারিক্যান ৮*, গ্যাব্রিয়েল ০; উমেশ ৬/৮৮, শার্দুল ০/৯, অশ্বিন ১/৪৯, কুলদীপ ৩/৮৫, জাদেজা ০/৬৯)। ভারত প্রথম ইনিংস ॥ ৩০৮/৪ (৮১ ওভার; রাহুল ৪, পৃথ্বী ৭০, পুজারা ১০, কোহলি ৪৫, রাহানে ৭৫*, পন্থ ৮৫*; গ্যাব্রিয়েল ১/৭৩, হোল্ডার ২/৪৫, ওয়ারিক্যান ১/৭৬, চেইস ০/২২, বিশু ০/৭২, ব্রেথওয়েট ০/৬)। * দ্বিতীয়দিন শেষে
×