ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ যুবাদের লক্ষ্য সিরিজ জয়

প্রকাশিত: ০৭:২৮, ১২ অক্টোবর ২০১৮

বাংলাদেশ যুবাদের লক্ষ্য সিরিজ জয়

স্পোর্টস রিপোর্টার ॥ এসিসি অনুর্ধ-১৯ ক্রিকেট এশিয়া কাপ শেষ হয়ে গেছে। বাংলাদেশ যুব দল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলেছে। শ্রীলঙ্কা রানার্সআপ হয়েছে। দুই দলই গুরুত্বপূর্ণ ম্যাচে গিয়ে ভারতের কাছে হেরেছে। এবার বাংলাদেশ ও শ্রীলঙ্কা অনুর্ধ-১৯ ক্রিকেট দলের মধ্যে সিরিজ শুরু হওয়ার অপেক্ষা। এই সিরিজে শ্রীলঙ্কাকে হারাতে চায় বাংলাদেশ যুব দল। শনিবার শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ অনুর্ধ-১৯ দল। শ্রীলঙ্কায় গিয়ে স্বাগতিক দলের বিপক্ষে দুটি চারদিনের আনঅফিসিয়াল টেস্ট ম্যাচ ও পাঁচটি আনঅফিসিয়াল ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ যুব দল। বাংলাদেশ যুব দলের নেতৃত্ব যথারীতি দেবেন তৌহিদ হৃদয়। চারদিনের ম্যাচ দিয়ে ১৬ অক্টোবর দুই দলের মধ্যকার সিরিজ শুরু হবে। ১৬ অক্টোবর প্রথম চারদিনের ম্যাচটি শেষে ২৩ অক্টোবর দ্বিতীয় চারদিনের ম্যাচ শুরু হবে। চারদিনের ম্যাচের সিরিজ শেষে ৩০ অক্টোবর প্রথম ওয়ানডে দিয়ে নির্ধারিত ওভারের সিরিজ শুরু হবে। এরপর এক এক করে ১ নবেম্বর দ্বিতীয়, ৩ নবেম্বর তৃতীয়, ৬ নবেম্বর চতুর্থ ও ৯ নবেম্বর পঞ্চম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। শ্রীলঙ্কাকে হারানোর লক্ষ্য নিয়েই যাবে বাংলাদেশ যুব দলের ক্রিকেটাররা। দলটি একেবারেই নতুন। অনুর্ধ-১৯ ক্রিকেট এশিয়া কাপে নতুন একটি দল খেলেছে। এ দলটি নিজেদের প্রমাণ করতে মরিয়া হয়ে আছে। নিজ দেশে হওয়া এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে ২ রানে হেরেছে। জয়ের কাছাকাছি গিয়েও জিততে পারেনি। তীরে এসে তরী ডুবেছে। এবার এশিয়া কাপে করা ভুলগুলো শুধরে নিতে চান বাংলাদেশ যুব দলের অধিনায়ক তৌহিদ। শ্রীলঙ্কার বিপক্ষে জিততে চান। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে যে কোন দলকে হারানোর বিশ্বাস আছে বাংলাদেশ যুবাদের। অধিনায়ক তৌহিদ হৃদয়ের সামনে বৃহস্পতিবার সাংবাদিকরা প্রশ্ন ছুড়েন, এশিয়া কাপ জিতে শ্রীলঙ্কা গেলে সেটা হয়তো অন্য রকম ছিল, এখন মূল টার্গটটা কী রকম থাকবে? অধিনায়ক জানান, ‘যেটা চলে গিয়েছে সেটা বলে লাভ হবে না। তারপরও ফোকাস থাকতে হবে। যে ভুলগুলো করেছি সেগুলো যেন না করি। আর আমাদের এখন একটাই চিন্তা যে ম্যাচগুলো আছে সেগুলোতে ম্যাচ বাই ম্যাচ প্রমাণ করতে হবে। আমাদের সবার মধ্যে যে পোটেনশিয়াল আছে তার শতভাগ দিলে আমরা যে কোন দলকে হারাতে পারব।’ নতুন দল নিয়ে এশিয়া কাপ খেলেছেন তৌহিদ। অভিজ্ঞতার অনেক প্রয়োজন আছে। তৌহিদের বিশ্বাস যে দলটি আছে দলের ক্রিকেটাররা এরপর প্রতিটি আন্তর্জাতিক ম্যাচেই ভাল করবে, ‘আমাদের প্রতিটি খেলোয়াড় এবার প্রথম এশিয়া কাপ খেলেছে। ওরা একটু হলেও এখন অভিজ্ঞ হয়েছে। এখন আমাদের বিশ্বাস জন্মেছে যে, আগামীতে আমরা প্রতিটি আন্তর্জাতিক ম্যাচেই ভাল করব। আত্মবিশ্বাসী আছে। তাছাড়া ওরা (খেলোয়াড়রা) বেশ কয়েকটা বড় ম্যাচও খেলেছে। আমরা ওভারকাম করার চেষ্টা করছি। আশা করছি ভাল কিছু হবে।’ জাতীয় দল এশিয়া কাপের ফাইনালে খেলেছে। এশিয়া কাপের প্রাথমিক দলে ছিলেন শরিফুল ইসলাম। পেসার শরিফুল জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে ক্যাম্প করেছেন। জাতীয় দলে ক্যাম্প করে যুব এশিয়া কাপেও খেলেছেন। দুর্দান্ত বোলিংও করেছেন। শরিফুল তো শ্রীলঙ্কাকে আনঅফিসিয়াল টেস্ট ও ওয়ানডে দুই সিরিজেই হারাতে চান। জাতীয় দলে ক্যাম্পের পর অনুর্ধ-১৯-এর ক্যাম্পে থাকাটা শরিফুলের জন্য সহজই হচ্ছে। তিনি বলেছেন, ‘ইনশাল্লাহ জাতীয় দলের ক্যাম্পের পরে অনুর্ধ-১৯ আসছি, তখন সহজ হয়েছে। কারণ জাতীয় দলে সব ভাল খেলোয়াড়ের সঙ্গে অনুশীলন করেছি। অনেক অভিজ্ঞতা হয়েছে। মাশরাফি ভাইরা ছিল। এখানে (অনুর্ধ-১৯) এসে একটু সহজ হয়েছে। সহজ বলতে অনুর্ধ-১৯ লেভেল, জাতীয় দল একটু পার্থক্য আছে। জাতীয় দলের সঙ্গে অনুশীলন করার পর এমনি একটু সাহস বেড়ে গিয়েছিল।’ শ্রীলঙ্কা সফরে সর্বোচ্চ উইকেট শিকারি হতে চান অনুর্ধ-১৯ এশিয়া কাপে ৭ উইকেট নিয়ে তৃতীয় সেরা বোলার হওয়া শরিফুল। দল দুটি সিরিজই জিতবে তাও দেখতে চান তিনি। বলেছেন, ‘নিজের ব্যক্তিগত একটা টার্গেট আছে। ওখানে সর্বোচ্চ উইকেট শিকারি হব। আর যাতে দুইটা ট্রফি আমরা আনতে পারি দেশে। এ দুইটা টার্গেট আছে।’
×