ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মোঃ মনোয়ারুল হক

এসএস সি পদার্থবিজ্ঞান

প্রকাশিত: ০৭:২৫, ১১ অক্টোবর ২০১৮

এসএস সি পদার্থবিজ্ঞান

সিনিয় শিক্ষক কানকিরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়, সেনবাগ, নোয়াখালী। অধ্যায় - ৪ কাজ, ক্ষমতা ও শক্তি জ্ঞানমূলক প্রশ্নোত্তর ৪৬। সৌরকোষের উপর সূর্যালোক পড়লে এর থেকে সরাসরি কী পাওয়া যায়? উত্তর : তড়িৎ শক্তি ৪৭। তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান উপাদান কী? উত্তর : কয়লা ৪৮। বায়োগ্যাসে পানি ও গোবরের অনুপাত কত? উত্তর : ২ : ১ ৪৯। প্রাকৃতিক গ্যাসের প্রধান কী? উত্তর : মিথেন ৫০। টার্বাইন কী? উত্তর : ব্লেডযুক্ত একটি চাকা ৫১। এক টন ইউরেনিয়াম থেকে প্রাপ্ত শক্তি কত টন কয়লার শক্তির সমান? উত্তর : দশ লক্ষ ৫২। নিউজিল্যান্ডে কোন শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র উৎপন্ন হয়েছে? উত্তর : ভূ-তাপীয় শক্তি ৫৩। জোয়ার ভাটার শক্তির সাহায্যে তড়িৎ উৎপাদনের ক্ষেত্রে সফল কোন দেশ? উত্তর : ফ্রান্স ৫৪। নিউক্লিয় বিক্রিয়ার সময় ক্ষতিকর কোন রশ্মি নির্গত হয়? উত্তর : গামা রশ্মি ৫৫। পারমাণবিক সাবমেরিনে নিউক্লিয় শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করা হয়? উত্তর : যান্ত্রিক শক্তি ৫৬। কাপ্তাই পানি বিদ্যুৎ প্রকল্পে বিদ্যুৎ শক্তির মূল উৎস কী? উত্তর : পানির বিভবশক্তি ৫৭। বৈদ্যুতিক জেনারেটরের কুন্ডলীটি ঘুরানোর সময় কোন প্রকার শক্তি উৎপন্ন হয়? উত্তর : তড়িৎশক্তি ৫৮। মানবকল্যাণে পারমাণবিক শক্তির ব্যবহার প্রথম শুরু হয় কত সালে? উত্তর: ১৯৫৪ সালে ৫৯। মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির সংরক্ষণনীতি লিখ। উত্তর : ঊ = ঊশ + ঊঢ় ৬০। বস্তুর অভ্যন্তরীণ বিভব শক্তিকে কাজে লাগাতে হলে কী করতে হবে? উত্তর : শক্তির রূপান্তর ঘটাতে হবে। ৬১। পারমাণবিক সাবমেরিনে শক্তির রূপান্তর কিরূপ হয়? উত্তর : নিউকিয় শক্তি যান্ত্রিক শক্তিতে ৬২। গাঁজন কাকে বলে? উত্তর : যে বিক্রিয়ার সাহায্যে প্রাণীর গোবর, গাছপালার পাতা বায়োগ্যাসে রূপান্তরিত হয় তাকে বায়োগ্যাস বলে। ৬৩। ফটোভোলটেইক সেলের উপর আলোর ক্রিয়ার ফলে আলোক শক্তি কী ধরনের শক্তিতে রূপান্তরিত হয? উত্তর : তড়িৎ শক্তি
×