ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার চিকিৎসা শুরু করেছে মেডিক্যাল বোর্ড

প্রকাশিত: ০৬:৫১, ১১ অক্টোবর ২০১৮

খালেদা জিয়ার চিকিৎসা শুরু করেছে মেডিক্যাল বোর্ড

স্টাফ রিপোর্টার ॥ কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ড বুধবার দুপুর থেকে চিকিৎসা প্রদান শুরু করেছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অতিরিক্ত পরিচালক ডাঃ নাজমুল করিম মানিক। হাসপাতালের কেবিন ব্লকে চিকিৎসাধীন খালেদা জিয়ার কক্ষ থেকে বেরিয়ে বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। তিনি বলেন, আমাদের মেডিক্যাল বোর্ড আজ (বুধবার) খালেদা জিয়াকে দেখেছে, তার চিকিৎসাসংশ্লিষ্ট সবকিছু পরীক্ষা-নিরীক্ষা করেছে। মূলত বুধবার দুপুর থেকেই তার চিকিৎসা শুরু হয়ে গেছে। এর আগে বলা হয়েছিল তার চিকিৎসা শুরু করতে দুই সপ্তাহ সময় লাগবে। তাহলে আগেভাগে চিকিৎসা শুরুর কারণ কী এমন প্রশ্নের জবাবে বিএসএমএমইউ- এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন বলেন, খালেদা জিয়াকে মেডিক্যাল বোর্ড দেখেছে, তার চিকিৎসা শুরু হয়েছে। এর বাইরে আমরা আজ আর কোন প্রশ্নের উত্তর দেব না। পরিচালক জনকণ্ঠকে বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার সময় মেডিক্যাল বোর্ডের চার সদস্যই উপস্থিত ছিলেন। তারা খালেদা জিয়ার সঙ্গে কথা বলে ওনার শারীরিক বিভিন্ন সমস্যার কথা জেনেছেন।
×