ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ঢাকা মহানগরীতে পাঁচ হাজার অটোরিক্সা নামানোর দাবি

প্রকাশিত: ০৬:৫০, ১১ অক্টোবর ২০১৮

ঢাকা মহানগরীতে পাঁচ হাজার অটোরিক্সা নামানোর দাবি

স্টাফ রিপোর্টার ॥ যাত্রী দুর্ভোগ কমাতে দ্রুত সময়ের মধ্যে ঢাকা মহানগরীতে পাঁচ হাজার অটোরিক্সা নামানোর দাবি জানিয়েছে ঢাকা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন। বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানায় সংগঠনের নেতারা। ‘ঢাকা মহানগরীতে বসবাসকারী থ্রি-হুইলার লাইসেন্সধারী সিএনজি অটোরিক্সা চালকদের মধ্যে অতিরিক্ত পাঁচ হাজার সিএনজি অটোরিক্সার দ্রুত গেজেট প্রকাশসহ ১০ দফা দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আয়োজক সংগঠনের পক্ষ থেকে ১০ দফা দাবি সমূহের মধ্যে রয়েছে, ঢাকা মহানগরীতে বসবাসকারী থ্রি-হুইলার লাইসেন্সধারীদের মধ্যে অতিরিক্ত পাঁচ হাজার সিএনজি অটোরিক্সার গ্যাজেট প্রকাশ ও বিতরণের ব্যবস্থা, সরকারী আদেশ অমান্য করে ৯০০ টাকা বেশি জমা নেয়া মালিকদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা ও গ্যারেজে মোবাইলকোর্ট পরিচালনা, ঢাকা জেলার নিবন্ধিত অটোরিক্সা মহানগরীতে চলতে না দেয়া, মহাসড়কে অটোরিক্সা চলাচলের ব্যবস্থা, এ্যাপস ভিত্তিক পরিবহন সেবা রাজধানীতে বন্ধ করা, পেশাজীবী ড্রাইভিং লাইসেন্স নবায়নকালে ব্যবহারিক পরীক্ষা বন্ধ, সড়ক পরিবহন আইনে থ্রি-হুইলারকে শ্রম আইনের ন্যায় হালকা যানে অন্তর্ভুক্ত করা, ইউনিয়নের পরিচয়পত্র ছাড়া অটোরিক্সা চালানো বন্ধ করা, চুরি-ছিনতাই ও চালক হত্যা বন্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া। লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ খোকন বলেন, ২০০২ সালে পরিবেশ দূষণের কারণে ঢাকা মহানগর থেকে প্রায় ৩৭ হাজার টু-স্ট্রোক থ্রি-হুইলার অটোরিক্সা উচ্ছেদ করে প্রায় ১৩ হাজার ফোর স্ট্রোক থ্রি-হুইলার অটোরিক্সা চলাচলের অনুমতি দেয়া হয়। যাত্রী সাধারণ ও বিপুলসংখ্যক চালকের চাহিদার তুলনায় সিএনজি চালিত অটোরিক্সা সংখ্যা কম হওয়ায় সরকার দৈনিক জমা নির্ধারণ করা সত্ত্বেও মালিকরা ইচ্ছা মাফিক জমা নিচ্ছেন।
×