ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুবাই টেস্ট

জোড়া সেঞ্চুরিতে পাকিস্তানের বড় সংগ্রহ

প্রকাশিত: ০৭:০০, ৯ অক্টোবর ২০১৮

জোড়া সেঞ্চুরিতে পাকিস্তানের বড় সংগ্রহ

স্পোর্টস রিপোর্টার ॥ মোহাম্মদ হাফিজ (১২৬) ও হারিস সোহেলের (১১০) দুর্দান্ত সেঞ্চুরি এবং আসাদ শফিকের (৮০) হাফ সেঞ্চুরির সৌজন্যে দুবাই টেস্টের প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে ৪৮২ রানের বড় স্কোর গড়েছে পাকিস্তান। জবাবে দ্বিতীয় দিন শেষে কোন উইকেট না হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩০ রান। ৩ উইকেটে ২৫৫ রান নিয়ে সোমবার দিন শুরু করে পাকিস্তান। বাকি ৭ উইকেট হারিয়ে এদিন আরও ২২৭ রান যোগ করে সরফরাজ আহমেদের দল। মরুর দেশে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলছে এশিয়া কাপের ব্যর্থতা ঘোচাতে মরিয়া পাকিস্তান। অন্যদিকে বছরের শুরুতে দাক্ষিণ আফ্রিকা সফরে আলোচিত সেই বল টেম্পারিংয়ে বেসামাল টিম পেইনের অস্ট্রেলিয়ার জন্য এটি ইমেজ পুনরুদ্ধারের লড়াই। নাইটওয়াচম্যান মোহাম্মদ আব্বাসকে (১) দিনের শুরুতেই ফেরান পিটার সিডল। পঞ্চম উইকেটে হারিস সোহেল ও আসাদ শফিকের বড় জুটি এগিয়ে নেয় পাকিস্তানকে। ঠা া মাথায় ব্যাট করেছেন দুজনই। কেউই পা বাড়াননি ঝুঁকির পথে। অসি বোলারদের সব প্রচেষ্টা ব্যর্থ হয় দুজনের দৃঢ়তার দেয়ালে। পঞ্চম উইকেটে দুজনে গড়েন ১৫০ রানের জুটি। শফিককে ফিরিয়ে এই জুটি ভাঙেন অভিষিক্ত মার্নাস লাবুশেন। তার মূল কাজ ব্যাটিং হলেও ব্যাট হাতে নেয়ার আগেই দলে অবদান রাখেন লেগ স্পিনে। তার দারুণ ডেলিভারিতেই ৮০ রানে ফেরেন শফিক। ষষ্ঠ টেস্ট খেলতে নামা হারিস প্রথম টেস্ট সেঞ্চুরির স্পর্শ করেন ২২৪ বলে। ১১০ রানে এই বাঁহাতি ব্যাটসম্যানকে ফেরান নাথান লেয়ন। পাকিস্তানের লোয়ার মিডল অর্ডার এরপর সুবিধা করতে পারেনি খুব বেশি। শক্ত ভিত পেয়েও কাজে লাগাতে পারেননি বাবর আজম। ব্যাটিং ও নেতৃত্ব মিলিয়ে প্রচ সমালোচনার চাপে থাকা সরফরাজ আহমেদ রানআউট ১৫ রানে। অভিষিক্ত অলরাউন্ডার বিলাল আসিফ পারেননি ঝড় তুলতে। পাকিস্তান তাই শেষ পর্যন্ত ছুঁতে পারেনি পাঁচ শ’। শেষ বিকেলে ১৩ ওভার পাকি বোলিং সামলানোর চাপ ছিল অস্ট্রেলিয়ানদের। বাঁহাতি উসমান খাজা ও সাদা পোশাকে অভিষিক্ত এ্যারন ফিঞ্চ কোন অঘটন ছাড়াই দিন পার করে দেন। এর আগে প্রথম দিনের পুরো আলো ছিল হাফিজের ওপর। দীর্ঘ দুই বছর পর টেস্টের ফিরে সেঞ্চুরি হাঁকিয়েছেন অভিজ্ঞ এ অলরাউন্ডার। স্কোর ॥ পাকিস্তান প্রথম ইনিংস ৪৮২/১০ (১৬৪.২ ওভার; ইমাম ৭৬, হাফিজ ১২৬, আজহার ১৮, হারিস ১১০, আব্বাস ১, শফিক ৮০, বাবর ৪, সরফরাজ ১৫, বিলাল ১২, ওয়াহাব ৭*, ইয়াসির ৩; স্টার্ক ১/৯০, সিডল ৩/৫৮, লায়ন ২/১১৪, হল্যান্ড ১/১২৬, লাবুশেন ১/২৯, মিচেল মার্শ ০/৩৮)। অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ৩০/০ (১৩ ওভার; খাজা ১৭*, ফিঞ্চ ১৩*; আব্বাস ০/৯, ওয়াহাব ০/৬, ইয়াসির ০/১৪, হাফিজ ০/১, বিলাল ০/০)। ** দ্বিতীয় দিন শেষে
×