ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৮২ বছরের রেকর্ড ভাঙল পিএসজি

প্রকাশিত: ০৬:৫৭, ৯ অক্টোবর ২০১৮

৮২ বছরের রেকর্ড ভাঙল পিএসজি

জিএম মোস্তফা ॥ কিলিয়ান এমবাপে। ১৯ বছরের এক তরুণ। কয়েক মাস আগেই বিশ্ব মাতিয়েছেন ফ্রান্সের এই প্রতিভাবান স্ট্রাইকার। গতিময় ফুটবল খেলে প্রতিপক্ষকে নাজেহাল করে ফ্রান্সকে স্বপ্নের সোনালি ট্রফি জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন ক্লাব ফুটবলেও। রবিবার লিঁওর বিপক্ষেও নিজের পারফর্মেন্সের ঝলক দেখালেন কিলিয়ান এমবাপে। প্রতিপক্ষের বিপক্ষে এদিন রীতিমতো গোলোৎসব করেছেন প্যারিস সেইন্ট জার্মেইর এই ফরাসী স্ট্রাইকার। ফ্রেঞ্চ লীগ ওয়ানের ম্যাচে লিঁওর বিপক্ষে এদিন গোলের বন্যা বইয়ে দেন সাবেক মোনাকোর এই তরুণ প্রতিভাবান ফুটবলার। এমবাপের চার গোলের সৌজন্যে পিএসজি এদিন ৫-০ গোলে উড়িয়ে দেয় লিঁওকে। পিএসজির হয়ে বাকি গোলটি করেন নেইমার। এই জয়ের ফলে নতুন এক ইতিহাস গড়ে পিএসজি। লীগ ওয়ানে মৌসুম শুরুর প্রথম ৯ ম্যাচে টানা জিতে ৮২ বছরের পুরনো রেকর্ড ভাঙে টমাস থাচেলের দল। এই সময়ের মধ্যে লীগ ওয়ানে আর কোন দল পারেনি প্রথম ৯ ম্যাচের সবকটিতেই জয় পেতে। এর আগে ১৯৩৬ সালে টানা আট ম্যাচ জয়ের রেকর্ড গড়েছিল অলিম্পিক লিলোইস। গত সপ্তাহে নিসের বিপক্ষে ৩-০ গোলে জিতেই সেই রেকর্ডে ভাগ বসিয়েছিল নেইমার-কাভানিরা। রবিবার লিঁওকে গোল বন্যায় ভাসিয়ে সেই রেকর্ডটাকে একেবারেই নিজেদের করে নিয়েছে প্যারিস জায়ান্টরা। নিজেদের মাঠে এদিন লিঁওকে আতিথ্য দেয় টমাস থাচেলের দল। ফুর ফুরে মেজাজেই খেলতে থাকে স্বাগতিকরা। ম্যাচ শুরুর ৯ মিনিটেই প্রথম এগিয়ে যায় পিএসজি। পেনাল্টিতে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন নেইমার। সেইসঙ্গে পিএসজির জার্সিতে চলতি মৌসুমের ১১তম গোল করেন ব্রাজিলিয়ান সুপারস্টার। সাবেক বার্সিলোনার এই তারকার গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লীগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। তবে বিরতিতে যাওয়ার আগেই ১০ জনে পরিণত হয় উভয় দল। প্রথমার্ধের ৩২ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পিএসজির ফরাসী ডিফেন্ডার প্রেসনেল কিম্পেবে। অন্যদিকে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫+১) দ্বিতীয় হলুদ কার্ডের শিকার হয়ে মাঠ ছাড়েন লিঁওর টেসার্ট। দ্বিতীয়ার্ধেই যেন জ্বলে ওঠে স্বাগতিকরা। বিশেষ করে পিএসজির ফরাসী স্ট্রাইকার কিলিয়ান এমবাপে দেখাতে শুরু করেন তার ঝলক। লিঁওর বিপক্ষে ম্যাচে মাত্র ১৩ মিনিটের ব্যবধানেই চার গোল করার অবিস্মরণীয় কীর্তি গড়েন তিনি। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে নিজের প্রথম আর দলের দ্বিতীয় গোল করেন সাবেক মোনাকোর এই তারকা ফুটবলার। তার পাঁচ মিনিট পর ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেন তিনি। ৬৯ মিনিটেই হ্যাটট্রিক পূর্ণ করেন বিশ্বকাপে তরুণ প্রতিভাবান ফুটবলারের পুরস্কার জেতা এমবাপে। ম্যাচের বয়স যখন ৭৪ মিনিট তখন নিজের চতুর্থ গোলটি করেন ফরাসী ফুটবলারের এই কিং। সেইসঙ্গে দলও পায় লীগে টানা নয় ম্যাচে জয়। তবে প্রতিপক্ষের জালে গুনে গুনে চারবার বল জড়ানোর পরও সন্তুষ্ট হতে পারছেন না এমবাপে। পিএসজির এই ফরাসী তারকা মনে করেন তিনি আরও বেশি গোল করতে পারতেন। ম্যাচ শেষে নিজের অতৃপ্তির কথাই জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে এমবাপে বলেন, ‘আমি বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করেছি। আমার আরও গোল পাওয়া উচিত ছিল।’ ক্যানাল প্লাস টেলিভিশনকে গোল করার ব্যাপারে নিজের আত্মবিশ্বাসের কথাই আবার তুলে ধরেছেন এই ফ্রেঞ্চম্যান। তার ভাষ্য, ‘আমি পরিশ্রম করে যাচ্ছি। নিজের সামর্থ্য নিয়ে আমার মধ্যে কোন সংশয় নেই। আমি জানি আমার সতীর্থরা সব সময়ই চায় আমি গোল করি। তারা আমাকে গোল করতে সহায়তাও করে। আমি মনে করি যতক্ষণ আক্রমণভাগের একজন খেলোয়াড় গোলের সুযোগ তৈরি করছে, ততক্ষণ সবকিছুই ঠিক আছে।’ এই জয়ের পর মৌসুমের প্রথম ৯ ম্যাচ থেকে ২৭ পয়েন্ট নিয়ে লীগ টেবিলে সবার উপরে অবস্থান করছে প্যারিস জায়ান্টরা। দুইয়ে আছে লিল। সমানসংখ্যক ম্যাচ থেকে তাদের সংগ্রহে ১৯ পয়েন্ট। ১৬ পয়েন্ট নিয়ে তিনে ওঠে গেছে মার্সেই। রবিবার তারা ২-০ গোলে পরাজিত করেছে কায়েনকে। অন্য ম্যাচে বোর্দো ৩-০ ব্যবধানে পরাজিত করেছে নান্টেসকে। তবে রেনেসের কাছে ২-১ গোলে হেরে মাঠ ছেড়েছে মোনাকো। তাও আবার নিজেদের ঘরের মাঠে নিজেদের সমর্থকদের সামনে!
×