ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পদত্যাগ করলেন ইন্টারপোল প্রধান

প্রকাশিত: ০৬:৩৫, ৯ অক্টোবর ২০১৮

পদত্যাগ করলেন ইন্টারপোল প্রধান

আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের প্রধান মেং হোংউইকে আটক রাখার কথা সোমবার নিশ্চিত করেছে চীন। আইন ভঙ্গের কারণে চীনের দুর্নীতি দমন সংস্থা মেং হোংউইয়ের বিরুদ্ধে তদন্ত করছে বলেও তার বিরুদ্ধে অভিযোগের বিষয়গুলো বেজিং স্পষ্ট করেনি। গত ২৫ সেপ্টেম্বরে ফ্রান্সের লিঁও থেকে চীনে যাওয়ার পর তিনি নিখোঁজ হন। চীনের সঙ্গে যোগাযোগ করা হলে এর আগে ইন্টারপোলকে তার আটকের বিষয়ে কিছু জানায়নি দেশটি। খবর বিবিসি ও এএফপির। ৬৪ বছর বয়সী মেং আন্তর্জাতিক শীর্ষ আইন প্রয়োগকারী সংস্থাটির প্রথম কোন চীনা বংশোদ্ভূত প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে, গত সপ্তাহে তিনি চীনে গেলে বিমানবন্দর থেকেই তাকে দেশটির কর্তৃপক্ষ তুলে নেয়।
×