ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ভারত-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে ॥ শ্রিংলা

প্রকাশিত: ০৫:৪২, ৮ অক্টোবর ২০১৮

 ভারত-বাংলাদেশ  বন্ধুত্বপূর্ণ সম্পর্ক  বজায় থাকবে ॥  শ্রিংলা

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধণ শ্রিংলা বাংলাদেশ একটি অসম্প্রদায়িক রাষ্ট্র এবং এখানে সকল ধর্মের মানুষ বসবাস করে উল্লেখ করে বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সব সময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। খবর বাসস’র। শ্রিংলা বলেন, ভারত মুক্তিযুদ্ধের সময় যেমন বাংলাদেশকে সহযোগিতা করেছে, তেমনি ভারত সব সময় বাংলাদেশের পাশে থাকবে। তিনি রবিবার জেলার লোহাগড়া উপজেলার দৌলতপুর গ্রামে একটি নবনির্মিত মন্দির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি অসিত কুমার সাহা। নড়াইল-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, সংসদ সদস্য রোকসানা ইয়ানমিন ছুটি, ইসকন খুলনার অধ্যাপক ড. তপো চৈতন্য গোস্বামী প্রমুখ এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।
×