ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিল মেটাতে নোবেল বিক্রি

প্রকাশিত: ০৪:৪১, ৮ অক্টোবর ২০১৮

 বিল মেটাতে নোবেল বিক্রি

যুক্তরাষ্ট্রের পদার্থ বিজ্ঞানী লিয়ন লেডারম্যান ১৯৮৮ সালে নোবেল পুরস্কার জয় করেন। তার কাছ থেকেই প্রথম ‘ঈশ্বরকণা’র কথা শোনা গিয়েছিল। ১৯৯৩ সালে নিজের বইয়ে হিগস-বোসন কণার বর্ণনা দিয়ে তিনিই লিখেছিলেন ‘গডস পার্টিকল’। তবে শেষ বয়সে চিকিৎসার খরচ সামাল দিতে সেই নোবেল পদক নিলামে তুলতে হয়েছিল তাকে। ডিমেনশিয়ায় ভুগছিলেন তিনি। ৭ লাখ ৬৫ হাজার ডলার দাম উঠেছিল -ওয়াশিংটন পোস্ট
×