ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিকিমে প্রথম ফ্লাইট

প্রকাশিত: ০৬:০৬, ৭ অক্টোবর ২০১৮

সিকিমে প্রথম ফ্লাইট

অবশেষে চালু হয়েছে ভারতের উত্তর-পূর্ব রাজ্য সিকিমের প্রথম বিমানবন্দর পাকইয়ং। ৪ অক্টোবর কলকাতা থেকে বাণিজ্যিক ফ্লাইটে একটি বিমান এ বিমানবন্দরে প্রথম অবতরণ করে। এ সময় বিমানটিকে দুটি জলযান দু’দিক থেকে পানি ছিটিয়ে ‘ওয়াটার ক্যানন স্যালুট’ করে স্বাগত জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ। ফ্লাইটটি ছিল স্পাইসজেট এয়ারলাইন্সের। -ওয়েবসাইট সৌদিতে প্রথম নারী ব্যাংক প্রধান সৌদি আরবে এই প্রথম কোন নারীকে ব্যাংকের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে। নারী ব্যবসায়ী লুবনা আল ওলাইয়ানকে শুক্রবার নতুন একটি ব্যাংকের প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। সৌদি ব্রিটিশ ব্যাংক ও আলাওয়াল ব্যাংক একীভূত করে নতুন ব্যাংকটি প্রতিষ্ঠা করা হচ্ছে। আর সেই ব্যাংকের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন লুবনা আল ওলাইয়ান। লুবনা ফোর্বস ম্যাগাজিনের জরিপে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী নারীদের তালিকায় রয়েছেন। -বিবিসি
×