ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইন্দোনেশিয়ার জন্য ৫ কোটি ডলার সাহায্য ঘোষণা জাতিসংঘের

প্রকাশিত: ০৬:০৪, ৭ অক্টোবর ২০১৮

ইন্দোনেশিয়ার জন্য ৫ কোটি ডলার সাহায্য ঘোষণা জাতিসংঘের

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প ও প্রলয়ঙ্কারী সুনামিতে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ৫ কোটি ডলারের সহায়তা ঘোষণা করেছে জাতিসংঘ। এ জন্য আগামী তিন মাস জাতিসংঘ ইন্দোনেশিয়া সরকারের সঙ্গে কাজ করে তাদের কৌশলগত সহায়তা প্রদান করবে। খবর ওয়েবসাইটের। গত ২৮ সেপ্টেম্বর রাতে ইন্দোনেশিয়ার সুলাবেসি দ্বীপের ৭.৮ মাত্রা ভূমিকম্পের পর প্রায় ১০ ফিট উচ্চতার সুনামি দেখা দেয়। এই ঘটনায় প্রায় ১ লক্ষ ৯১ হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়। এরপর শুক্রবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এই সহায়তার ঘোষণা দেন। চলতি সপ্তাহের শুরুতেই জাতিসংঘ বলেছিল, তারা এসব ভুক্তভোগীর জন্য দেড় কোটি ডলার বরাদ্দ করেছে। ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা অনুমান করছে, এই মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৫৭১ জন। আর জাতিসংঘ বলেছে, ওখানে ২ হাজার ৫০০ মানুষ আহত হয়েছে। জাতিসংঘ তার সর্বশেষ ঘোষণায় বলেছে, সরকারের ত্রাণ কার্যক্রমে সহায়তা করতে চায় তারা। জাতিসংঘে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত আনিতা নিরোদি বলেন, ভূমিধস ও অবকাঠামোগত ক্ষতির কারণে পালু ও গোঙ্গগালার সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
×