ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফিলিস্তিনের শুভসূচনা তাজিকিস্তানকে হারিয়ে

প্রকাশিত: ০৭:০৪, ৫ অক্টোবর ২০১৮

ফিলিস্তিনের শুভসূচনা তাজিকিস্তানকে হারিয়ে

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে ॥ ‘গোঁদের ওপর বিষফোঁড়া’ এবং ‘উভয় সঙ্কট’... এই প্রবাদটি যেন ফলে গেছে মধ্য এশিয়ার তাজিকিস্তান জাতীয় ফুটবল দলের বেলায়। একে তো ম্যাচে হেরে পয়েন্টহীন থাকার পাশাপাশি শেষ চারে যাবার অনিশ্চয়তায় পড়া, তার ওপর যোগ হয়েছে দলের নির্ভরযোগ্য খেলোয়াড়ের মারাত্মক চোট পেয়ে জরুরীভিত্তিতে হাসপাতালে যাওয়াটা। বৃহস্পতিবার তাদের পেয়ে বসেছিল শনির দশায়। বঙ্গবন্ধু গোল্ডকাপে ‘এ’ গ্রুপের ম্যাচে তারা ০-২ গোলে হেরে যায় টুর্নামেন্টের ফেবারিট, মধ্যপ্রাচ্যের দেশ ফিলিস্তিনের কাছে। দ্বিতীয়ার্ধের শেষদিকে প্রতিপক্ষের বক্সে হেড করতে গিয়ে মাথায় ভয়ানক চোট পান ডিফেন্ডার বখতিয়ার কালান্দারভ। হেড করার সময় ফিলিস্তিনের আরেক ডিফেন্ডার আব্দাল লতিফের মাথার সঙ্গে ধাক্কা লাগে তার। তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়েন তিনি। মিনিট দশেক চেষ্টার পরও তার জ্ঞান ফেরাতে ব্যর্থ হন মাঠে উপস্থিত মেডিক্যাল টিমরা। শেষ পর্যন্ত এ্যাম্বুলেন্সে করে আল-হারামাইন হাসপাতালে নেয়া হয় তাকে। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ফিলিস্তিন। গোলটি অফিসিয়াল সময় দেখানো হয় ১ মিনিটে, আসলে গোলটি হয় মাত্র ৩৩ সেকেন্ডে। ফরোয়ার্ড ওদোয়া ডাবাগার ক্রস থেকে বল পেয়ে বক্সের মধ্যে জোনাথেন জুরিলা ডান পায়ের প্লেসিং শটে গোল করেন। ৭৫ মিনিটে শাবান সাদির কর্নার থেকে হেড করে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক আলবাহদারি আব্দাল লতিফ। এই গ্রুপে এখনও কোন দলেরই সেমিফাইনাল নিশ্চিত হয়নি। আগামীকাল নেপাল-ফিলিস্তিন ম্যাচের পরই জানা যাবে কোন দুটি দল শেষ চারে নাম লেখাবে।
×