ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

খালেদাকে স্বাস্থ্য সঙ্কটে রাখাই সরকারের লক্ষ্য ॥ রিজভী

প্রকাশিত: ০৬:৩৪, ৪ অক্টোবর ২০১৮

খালেদাকে স্বাস্থ্য সঙ্কটে রাখাই সরকারের লক্ষ্য ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে গভীর স্বাস্থ্য সঙ্কটের মধ্যে রাখাটা যেন সরকার লক্ষ্য এবং এ জন্যই তাকে চিকিৎসা থেকে বঞ্চিত রাখা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, মঙ্গলবার খালেদা জিয়ার সঙ্গে তার আত্মীয়স্বজনরা দেখা করতে গিয়েছিলেন। সেখানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখে স্বজনরা ব্যথিত হয়েছেন। তাকে চিকিৎসাহীন অবস্থায় রাখা হয়েছে। তার বাম হাত-পা, হাতের আঙ্গুল নড়াচড়া করতে কষ্ট হচ্ছে। ফিজিওথেরাপিও একরকম বন্ধই করে দেয়া হয়েছে। তার জন্য দক্ষ ও অভিজ্ঞতাসম্পন্ন ফিজিওথেরাপিস্ট ব্যবস্থা করা হয়নি। রিজভী বলেন, রাষ্ট্রযন্ত্র কব্জা করে ক্ষমতার দম্ভ দেখিয়ে আমাদের দলের চেয়ারপার্সনকে বন্দী করে রাখা হয়েছে। এটা আইনী লেবাসে প্রতিহিংসা পূরণের নমুনা। আমি আবারও খালেদা জিয়ার পছন্দানুযায়ী ইউনাইটেড হাসপাতালে দ্রুত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ এবং অবিলম্বে তার মুক্তি দাবি করছি। রিজভী বলেন, আওয়ামী লীগের ভোট ৪২ শতাংশ, আর বিএনপির নাকি ৩০ শতাংশ। মঙ্গলবার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম এমন বক্তব্য রেখেছেন। এইচ টি ইমাম সরকারের গোপন পরিকল্পনা মাঝে মাঝে প্রকাশ করে দেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনটি যে ভোটার ছাড়াই হবে এইচ টি ইমামের বক্তব্য সেটিরই পূর্বাভাস। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, তিনি বলেছেন, পুলিশের কাছে নাকি তথ্য আছে বিএনপি আন্দোলনের নামে নাশকতার ছক আঁকছে। সেজন্যই হাতিরঝিল থানায় বিএনপি মহাসচিবসহ সিনিয়র নেতাদের নামে মামলা হয়েছে। আমি ওবায়দুল কাদের সাহেবকে বলতে চাই আপনাদের মতো আপনাদের পুলিশরাও এখন গায়েবি তথ্য উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে। আপনাদের পুলিশ এমনই যে, মামলায় বর্ণিত ভাংচুর হওয়া গাড়ির নম্বর জানে না। সংবাদ সম্মেলনে আরও উপস্থিতি ছিলেন, বিএনপির ভাইস-চেয়ারম্যান সেলিমা রহমান, শওকত মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ। ঢাকার ডিসিকে বিএনপির স্মারকলিপি ॥ ৩০ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ থেকে ঘোষিত ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে বুধবার দেশব্যাপী ডিসিদের কাছে স্মারকলিপি দিয়েছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার দুপুরে ঢাকা জেলা প্রশাসককে (ডিসি) স্মারকলিপি দিয়েছে দলটি। ঢাকা জেলার ডিসির পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ রওশন বিএনপির দেয়া স্মারকলিপি গ্রহণ করেন। ঢাকা জেলার ডিসি কার্যালয়ে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য নাজিম মাস্টার ও নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায়। পূর্ব ঘোষিত কর্মসূচী অনুসারে আজ বিভাগীয় কমিশনারদের কাছে স্মারকলিপি দেবে বিএনপি। বিএনপির স্মারকলিপিতে বলা হয়েছে, একটি কল্যাণ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র নির্মাণ করার লক্ষ্যে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে সবার কাছে গ্রহণযোগ্য, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার জন্য এই স্মারকলিপি সরকারের কাছে পাঠানোর অনুরোধ রইল।
×