ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী আজ দেশব্যাপী মেলা উদ্বোধন করবেন

‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’

প্রকাশিত: ০৫:৫৬, ৪ অক্টোবর ২০১৮

‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’

স্টাফ রিপোর্টার ॥ ‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮। আজ বৃহস্পতিবার শুরু হয়ে এই মেলা শেষ হবে আগামী শনিবার। আজ সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় উন্নয়ন মেলাসহ সারাদেশের জেলা উপজেলার উন্নয়ন মেলার উদ্বোধন করবেন। বুধবার দুপুরে মেলাস্থল আগারগাঁওয়ে আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠে এক সংবাদ সম্মেলনে উন্নয়ন মেলার বিস্তারিত তথ্য তুলে ধরেন ঢাকা জেলার প্রশাসক আবু ছালেহ মোঃ ফেরদৌস। আবু ছালেহ মোঃ ফেরদৌস বলেন, সরকারের বিভিন্ন দফতর তাদের সেবাসমূহ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে বিভিন্ন সেবা সরাসরি জনগণকে প্রদান করবেন। সেই সঙ্গে বর্তমান সরকারের গত দুই মেয়াদে সকল দফতরের নানা ধরনের উন্নয়ন প্রদর্শিত হবে। মেলার তথ্য দিয়ে জেলা প্রশাসক বলেন, এবারের উন্নয়ন মেলায় মোট ৩৩০টি স্টল রয়েছে। এ সব স্টলের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় ২০টি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ১৯টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১৬টি, কৃষি মন্ত্রণালয় ১৪টি, স্বাস্থ্য মন্ত্রণালয় ১০টি এবং যোগাযোগ মন্ত্রণালয় ৯টি স্টলে তাদের কর্মকা- প্রদর্শন করা হবে। এছাড়াও সরকারের প্রতিটি দফতর, সংস্থা মেলায় অংশ নেবে বলেও জানান তিনি। জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী যখন মেলা উদ্বোধন করবেন সেসময় আমাদের এই মেলার মঞ্চে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ সরকারের উর্ধতন ব্যক্তিরা উপস্থিত থাকবেন। উন্নয়ন মেলায় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ এবং আন্তর্জাতিক স্বীকৃতি ও সাফল্য, রূপকল্প ২০২১ ও ২০৪১-এর মাধ্যমে উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠা, তথ্যপ্রযুক্তি, বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুতকেন্দ্র এবং বিভিন্ন মেগাপ্রকল্প ও বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা হবে। দেশের পাশাপাশি বিদেশেও বাংলাদেশ দূতাবাসগুলোতে এই মেলার আয়োজন করা হবে। সেই সঙ্গে এবারের জাতীয় উন্নয়ন মেলা উপলক্ষে ৪ অক্টোবর দুপুরে ইআরডিতে বিদেশী কূটনৈতিক ও উন্নয়ন সহযোগীদের নিয়ে আয়োজন করা হয়েছে একটি সেমিনারের। পরে বিদেশী কূটনৈতিক ও উন্নয়ন সহযোগীরা মেলাস্থল পরিদর্শন করবেন বলে জানানো হয়। এছাড়াও, জাতীয় উন্নয়ন মেলার তিনদিনে ৩টি সেমিনারের আয়োজন থাকবে মেলা প্রাঙ্গণে। মেলার প্রথম দিনে বিকেল ৫টায় ‘বঙ্গবন্ধু উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান। দ্বিতীয় দিনে ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা’ শীর্ষক সেমিনার এবং শেষ দিনে ‘শিক্ষিত জাতি সমৃদ্ধ দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। মেলায় বিভিন্ন জেলা বিষয়ে ব্যান্ডিং করা হবে। তুলে ধরা হবে দেশের ইতিহাস ঐতিহ্য। এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, পর্যটনকে খুবই গুরুত্ব দেয়া হচ্ছে। পর্যটনের জন্য আলাদা স্টল থাকবে এছাড়াও জেলা কর্ণারেও পর্যটনের নানা তথ্য পাওয়া যাবে। তিন দিনের মেলায় বিভিন্ন সেবা প্রদানকারী বিভিন্ন সংস্থার নিকট থেকে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে সেবা পাওয়া যাবে। এ সকল সেবার মধ্যে উল্লেখ্য যে, ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে বিআরটিএ কর্তৃক গাড়ির রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স নবায়ন সেবা মিলবে। এছাড়াও পাসপোর্ট অধিদফতর মেলায় তাদের স্টল হতে সরাসরি পাসপোর্টের আবেদন গ্রহণ ও ফ্রি নেবেন। এছাড়াও ধর্মবিষয়ক মন্ত্রণালয় ২০১৯ সালের হজ যাত্রীদের জন্য স্পট রেজিস্ট্রেশন করবেন। এছাড়াও প্রতিদিন সন্ধ্যায় মেলাপ্রাঙ্গণে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে দেশের নানা উন্নয়ন বার্তা ছড়িয়ে দেয়া হবে। মেলায় বিভিন্ন জেলা ও বিভাগকেও ব্যান্ডিং করা হবে জানিয়ে আবু ছালেহ বলেন, স্বতন্ত্র ভৌগলিক বৈশিষ্ট্য, সাংস্কৃতিক ঐতিহ্য, অর্থনৈতিক ও বিনিয়োগের সম্ভাবনার আলোকে জেলা ও বিভাগকে ব্যান্ডিং করা হবে। জেলা বা বিভাগের বৈশিষ্ট্য প্রচার করা হবে। যাতে করে সামগ্রিক উন্নয়নের সম্ভাবনা সম্প্রসারিত করে। তরুণ সমাজকে উৎসাহিত করা মেলায় একটি অন্যতম উদ্দেশ্য জানিয়ে জেলা প্রশাসক বলেন, এই মেলায় আমরা দেশের তরুণ সমাজকে আকৃষ্ট করতে চাই। সর্বোপরি সব শ্রেণীর মানুষের মধ্যে মিশতে চাই। মেলায় অংশগ্রহণের মাধ্যমে মানুষ জানতে পারবে দেশের সামগ্রিক উন্নয়নে সরকার কি কি কাজ করেছে। জেলা প্রশাসক তার বক্তব্যে ঢাকাবাসীসহ সবাইকে মেলায় আসার আহ্বান জানান এবং দেশের উন্নয়নে কি করে আরো এগিয়ে যাওয়া যায় তা নিয়ে নাগরিকদের সম্পর্কের মেলবন্ধন শক্ত হোক সে প্রত্যাশা করেন। মেলায় সার্বক্ষণিক ওয়াইফাই, তথ্যকেন্দ্র থাকবে। তিন দিনের এই মেলা প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে শেষ হবে রাত ৯টায়। সর্বসাধারণের জন্য মেলাটি উন্মুক্ত।
×