ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সেরেনার ব্যতিক্রমী উদ্যোগ

প্রকাশিত: ০৬:৪৩, ৩ অক্টোবর ২০১৮

সেরেনার ব্যতিক্রমী উদ্যোগ

টেনিস তারকা সেরেনা উইলিয়াম ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতনতা তৈরি করার জন্য বিখ্যাত গান ‘আই টাচ মাইসেল্ফ’ গেয়েছেন । এই গানটি ১৯৯০ সালে প্রথম রিলিজ করা হয়। গানটির উদ্দেশ্য ছিল নারীর যৌন জীবনের আনন্দের বিষয়টি গুরুত্ব দেয়া। কিন্তু এখন এই গানটির উদ্দেশ্য পরিবর্তন করে রেকর্ড করা হয়েছে। মেয়েদের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি আছে কিনা গানটিতে সেটা পরীক্ষা করার কথা বলা হয়েছে। -বিবিসি মেলানিয়ার একক সফর মার্কিন যুক্তরাষ্ট্রের ফাস্টলেডি মেলানিয়া ট্রাম্প আফ্রিকার চারটি দেশ সফরের উদ্দেশ্যে সোমবার ওয়াশিংটন ত্যাগ করেন। তিনি ঘানা, মালাবি, কেনিয়া ও মিসর সফর শেষে ৭ অক্টোবর ওয়াশিংটন ফিরবেন। এটাই হবে তার প্রথম একক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সফর। ‘শিশু এবং তাদের কল্যাণে’ বিবেস্ট ক্যাম্পেইকে কেন্দ্র করে মেলানিয়া ট্রাম্পের এই আফ্রিকা সফর হবে ‘ কূটনৈতিক ও মানবিক সফর’। -এএফপি
×