ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

যত্রতত্র ময়লা ফেলা থেকে বিরত থাকতে হবে ॥ চসিক মেয়র

প্রকাশিত: ০৭:০৩, ২ অক্টোবর ২০১৮

যত্রতত্র ময়লা ফেলা থেকে বিরত থাকতে হবে ॥ চসিক মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরবাসী নাগরিক দায়বদ্ধতার বিষয়টি সঠিকভাবে উপলব্ধি করলে দেশ অনেক দূর এগিয়ে যাবে। এক্ষেত্রে আমাদের যেমন সীমাবদ্ধতা রয়েছে তেমনি নাগরিক সচেতনতারও অভাব রয়েছে। বসতিকে বাসযোগ্য রাখতে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে আমাদের এগিয়ে আসতে হবে। সোমবার বিশ্ব বসতি দিবস-২০১৮ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। কর্পোরেশনের কেবি আবদুচ ছত্তার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় মেয়র বলেন, শহরের অনেক সমস্যার মধ্যে বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা অন্যতম। কর্পোরশেনের পক্ষ থেকে ইতিপূর্বে প্রত্যেক ওয়ার্ডে ডোর টু ডোর আবর্জনা সংগ্রহ করার লক্ষ্যে বিন বিতরণ করা হয়। যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলার জন্য নগরবাসীকে সচেতন করার লক্ষ্যে টানা কয়েকমাস মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে। তারপরও নালা-নর্দমায় ময়লা আবর্জনার কারণে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হতে দেখা যায়। বাইরের দেশে এ দৃশ্য নেই বললেই চলে। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম চট্টগ্রাম অঞ্চল। এবারের বিশ্ব বসতি দিবসের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে ‘পৌর এলাকার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা’।
×