ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সুপ্রীমকোর্টের বিচারক হিসেবে কাভানার নিয়োগ বিলম্বিত হতে পারে

অভিযোগকারী নারীর সঙ্গে এফবিআইর যোগাযোগ

প্রকাশিত: ০৫:৪৬, ১ অক্টোবর ২০১৮

   অভিযোগকারী নারীর সঙ্গে এফবিআইর যোগাযোগ

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই ডেবোরা রামিরেজ নামে এক নারীর সঙ্গে যোগাযোগ করেছে। ওই নারী অভিযোগ করেছেন ব্রেট কাভানা যখন ইয়েল ইউনিভার্সিটির ছাত্র তখন তিনি তার সঙ্গে যৌন অসদাচরণ করেন। উল্লেখ্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাভানাকে সুপ্রীম কোর্টের বিচারক হিসেবে বাছাই করেছেন। গার্ডিয়ান। ডেবোরা অভিযোগ করেছেন কাভানা তাকে গোপন অঙ্গ দেখিয়েছেন। ঘটনাটি ঘটেছিল ১৯৮০ এর দশকের প্রথম দিকে। ডেবোরা শনিবার তার আইনজীবীর মাধ্যমে জানান, এক পার্টিতে কাভানা তাকে তার গোপন অঙ্গ দেখান। ওই সময় তারা দুজনই কানেক্টিকাটের ইয়েল ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। ডেবোরার আইনজীবী জন ক্লুন শনিবার এক বিবৃতির মাধ্যমে একথা জানান। এ বিবৃতি প্রকাশের পর এফবিআইর এজেন্টরা ডেবোরার সঙ্গে যোগাযোগ করে এবং ডেবোরা তাদের সঙ্গে সহযোগিতা করতে রাজি হন। ট্রাম্প সুপ্রীমকোর্টের জন্য তার পছন্দের বিচারপতি কাভানার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তদন্তের এফবিআইকে নির্দেশ দিয়েছেন। শুক্রবার সিনেট কমিটি কাভানার মনোনয়নের পক্ষে ভোট দেয়। তবে একজন রিপাবলিকান সিনেটর অভিযোগটির বিষয়ে আরও তদন্তের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এরপরই তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন ট্রাম্প। ফলে কাভানার নিয়োগ নিশ্চিত করার জন্য সিনেটের পূর্ণ ভোট আরও এক সপ্তাহের জন্য পিছিয়ে দেয়ার নির্দেশ তিনি দেন। ট্রাম্প বলেন, ‘বিষয়টি নিয়ে কংগ্রেসের বাইরে ও ভেতরে অনেক চাপ থাকায় সিনেটের অনুরোধে কাভানার বিষয়ে আরও তদন্তের জন্য নির্দেশ দিয়েছি। এ তদন্ত এক সপ্তাহের কম সময়ের মধ্যে শেষ হতে হবে।’ শুক্রবার রাতে কাভানার প্রতি সমর্থন ব্যক্ত করে তিনি টুইটারে লেখেন, ‘এফবিআইয়ের সদস্য বিচারক ব্রেট কাভানার বিরুদ্ধে আনীত অভিযোগ শুক্রবার রাতেই নতুন করে তদন্ত শুরু করা হয়েছে। তিনি কয়েকদিনের মধ্যেই সুপ্রীমকোর্টের একজন সম্মানিত বিচারপতি হিসেবে স্বীকৃতি পাবেন।’ কাভানা বলেছেন, ‘তারা যা করার জন্য অনুরোধ করবেন, আমি তাই করব। আমি সহযোগিতা করে যাব।’ এখনও পর্যন্ত তিনজন নারী অভিযোগ করেছেন যে, কাভানা তাদের যৌন হয়রানি করেছেন। যাদের একজন স্কুল পর্যায়ে ও অন্যজন বিশ্ববিদ্যালয় পর্যায়ে হয়রানির কথা জানান। ট্রাম্পের পদক্ষেপের মধ্যে জুডিশিয়ারি কমিটি প্রাথমিকভাবে ভোট নিয়েছে। যেখানে কাভানার সমর্থন দিয়েছেন ১১ রিপাবলিকান। অন্যদিকে ১০ ডেমোক্র্যাটের সবাই তার বিরোধিতা করেছেন। কাভানার মনোনয়নের মাধ্যমে সুপ্রীমকোর্টের ডানপন্থার দিকে ঝুঁকে পড়ার ইঙ্গিত পাওয়া যায়। কারণ কাভানা একজন উগ্র ডানপন্থী হিসেবে পরিচিত।
×