ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নৈরাজ্য সৃষ্টি করলে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে ॥ খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ০৫:৩৭, ১ অক্টোবর ২০১৮

নৈরাজ্য সৃষ্টি করলে  দাঁতভাঙ্গা জবাব  দেয়া হবে ॥ খাদ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচী পালন করলে তাতে কোন সমস্যা নেই। তবে সমাবেশের নামে জ্বালাও-পোড়াও এবং সন্ত্রাস- নৈরাজ্য সৃষ্টি করলে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। রবিবার দুপুরে খুলনায় নিরাপদ খাদ্য আইন-২০১৩ বাস্তবায়নে জনসচেতনতা শীর্ষক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় খাদ্যমন্ত্রী আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে। সেখানে ছোট আকারের মন্ত্রিসভা হতে পরে। কিন্তু বিএনপি সংসদে না থাকায় তাদের ওই সরকারে থাকার কোন সুযোগ নেই। খুলনা জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খুলনা জেলা প্রশাসক মোঃ হেলাল হোসেনের সভাপতিত্বে নিরাপদ খাদ্য আইন-২০১৩ বাস্তবায়নে জনসচেতনতা শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। বেলা সাড়ে ১০টায় এই কর্মশালা শুরু হয়। কর্মশালায় প্রধান অতিথি বলেন, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলেও নিরাপদ খাদ্যের অভাব রয়েছে। তাই ১৮টি মন্ত্রণালয় ও বিভাগকে সমন্বিত করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করে কাযর্ক্রম চলছে। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নিবার্চনে আমরা সিদ্ধান্ত নিতে ভুল করলে দেশের উন্নয়ন ও অগ্রগতি ধ্বংস হয়ে যাবে। কর্মশালায় খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ, খুলনা-১ আসনের সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস ও খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহফুজুল হক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ ফারুক হোসেন, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।
×