ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ক্যাম্পাস পরিচিতি ॥ আইইউবিএটি

প্রকাশিত: ০৭:০৮, ৩০ সেপ্টেম্বর ২০১৮

ক্যাম্পাস পরিচিতি ॥ আইইউবিএটি

বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এ্যাগ্রিকালচার এ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) অন্যতম। এ বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করেছিল ১৯৯১ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর ও আইবিএর সাবেক পরিচালক প্রফেসর ড. এম আলিমউল্যা মিয়ান এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। সাম্প্রতিক সময়ে আইইউবিএটির সময় উপযোগী আধুনিক, বিজ্ঞানসম্মত পাঠদান পদ্ধতি শিক্ষার্থীদের কাছে ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করেছে। জানা যায়, আইইউবিএটির সার্বিক লক্ষ্য হচ্ছে উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ ও দিকনির্দেশনার মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন ও জ্ঞানচর্চা যার মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন। এ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আছে অনেক সুযোগ-সুবিধা। আইইউবিএটির স্থায়ী ক্যাম্পাস উত্তরায়। ১০ নম্বর সেক্টরের কামারপাড়ায় গেলেই দেখা যাবে সুবিশাল এই ক্যাম্পাস। ৬ একর জমিতে আছে অনেক ভবন। সেখানে ১০ হাজার ছাত্রছাত্রী নানা বিষয়ে পড়ালেখা করছেন। তাঁদের জন্য পূর্ণকালীন শিক্ষক আছেন ৩৫১ জন। আইইউবিএটি ঢাকায় অবস্থিত একমাত্র বেসরকারী বিশ্ববিদ্যালয় যেখানে আছে দুটি খেলার মাঠ, সুবিশাল শহীদ মিনার, শিক্ষার্থীদের পার্টিক্যাল ও গবেষণার জন্য ইউটিএম এবং সাব সনিক উইন্ড টানেল। এই ক্যাম্পাসে আছে মোট ছয়টি অনুষদ। সেগুলোর মধ্যে কলেজ অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন অনুষদের অধীনে বিবিএ, এমবিএ ডিগ্রী দেয়া হয়। কলেজ অব ইঞ্জিনিয়ারিং এ্যান্ড টেকনোলজি অনুষদের অধীনে ব্যাচেলর অব কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর অব সায়েন্স ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর অব সায়েন্স ইন ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর অব সায়েন্স ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। কলেজ অব আর্টস এ্যান্ড সায়েন্স অনুষদের অধীনে দেয়া হয় ব্যাচেলর অব আর্টস-ইন-ইকোনমিকস ডিগ্রী। অন্যদিকে কলেজ অব এ্যাগ্রিকালাচারাল সায়েন্স অনুষদে পড়ে ছাত্রছাত্রীরা ব্যাচেলর অব সায়েন্স ইন এ্যাগ্রিকালচার ডিগ্রী অর্জন করতে পারেন। কলেজ অব ট্যুরিজম এ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট অনুষদের মাধ্যমে ব্যাচেলর অব আর্টস ইন ট্যুরিজম এ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিগ্রী লাভ করেন শিক্ষার্থীরা। কলেজ অব নার্সিং দেয় ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং ডিগ্রী। প্রতিটি বিভাগের প্রতিটি ক্লাসরুম মাল্টিমিডিয়া সমৃদ্ধ। এখানে রয়েছে প্রায় ১০০টির মতো ক্লাসরুম। সব ক্লাসই মনিটরিং করা হয়। সে জন্য আছে ‘মনিটরিং ইউনিট। এ ছাড়া সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রছাত্রীদের জন্য আছে বিশেষ ড্রয়িং ক্লাস। প্রতিটি ক্লাসের সামনে ডিজিটাল নোটিস বোর্ড কেমিস্ট্রি, মেকানিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারিং, ফিজিকস, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, নার্সিং, অ্যাগ্রিকালচার, ট্যুরিজম এ্যান্ড হসপিটালিটি বিভাগের জন্য আলাদা ল্যাব আছে। লাইব্রেরির সামনে পত্রিকা পড়ার ১০টি টেবিলে প্রতিদিন ১০টি ইংরেজী পত্রিকা থাকে। সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৫.৩০ পর্যন্ত চালু থাকে লাইব্রেরি। রেফারেন্স বই আছে ২৫ হাজার। আরো আছে তিন হাজার ই-বুক, ৯০০ জার্নাল, ই-জার্নাল আছে ৩৫০টি। এই বিশ্ববিদ্যালয়ে ‘ফ্রিডম ইজ লাইফ’ নামে একটি মুক্তিযুদ্ধ কর্নার রয়েছে। তাতে সাজানো শোভা পায় মুক্তিযুদ্ধের অনেক বই। মুক্তিযুদ্ধের বিভিন্ন দিক নিয়ে ২০০টি রিপোর্ট ও জার্নাল আছে। ক্যাম্পাস থেকে নিজস্ব বাস চলাচল করে। প্রতিদিন এক ঘণ্টা পর পর ক্যাম্পাস থেকে বাস ছাড়ে। আর বাসগুলো সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ছাত্রছাত্রী আনা-নেওয়া করে। ক্রেডিট ট্রান্সফার, স্কলারশিপ, অনুদান, বেতন মওকুফ, শিক্ষাকালীন কর্মসংস্থান এবং শিক্ষা ঋণের মাধ্যামে আর্থিক সহায়তা প্রদান করা হয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এ্যাগ্রিকালচার এ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) সফলতার ২৭ বছর পূর্ণ করেছে। খলিলুর রহমান
×