ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মার্কিন কনস্যুলেট বন্ধ

প্রকাশিত: ০৬:০৭, ৩০ সেপ্টেম্বর ২০১৮

মার্কিন কনস্যুলেট বন্ধ

ইরাকের বসরায় থাকা কনস্যুলেট বন্ধ করে দিয়ে সেখানকার কর্মকর্তাদের অন্যত্র সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান ও তাদের সমর্থিত আধাসামরিক বাহিনীর হুমকি ও রকেট হামলার প্রতিক্রিয়াতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। তেহরানের সঙ্গে কয়েক মাস ধরে চলা উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই মার্কিন পররাষ্ট্র দফতর ইরাকের প্রধান বন্দরনগরী থেকে তাদের কনস্যুলেট গুটানোর এ ঘোষণা দিল। -ইয়াহু নিউজ পাসপোর্টের ব্যবহার কমাবে প্রযুক্তি আন্তর্জাতিক ফ্লাইটে বেশিরভাগ বিমানবন্দরে প্রতিটি ক্ষেত্রে পাসপোর্ট দেখাতে হয়। যুক্তরাষ্ট্রে চেক-ইনের সময় নেয়া তথ্যের সঙ্গে নিমিষেই মেলানো হয় ছবি, আঙ্গুলের ছাপ, পাসপোর্ট ও ভিসার তথ্য। সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে একই ধরনের চেহারা শনাক্তকরণ প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহার করা হয়। প্রযুক্তির কারণে কোন একদিন হয়ত বিমানবন্দরে একবারও পাসপোর্ট স্ক্যান করার দরকার পড়বে না। ব্যাগ বা পকেট থেকে সেটি বের করারই দরকার হবে না। -বিবিসি
×