ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ফাইনালে সাবালেঙ্কা-কন্টাভেইট

প্রকাশিত: ০৬:৪৪, ২৯ সেপ্টেম্বর ২০১৮

ফাইনালে সাবালেঙ্কা-কন্টাভেইট

স্পোর্টস রিপোর্টার ॥ উহান ওপেনের ফাইনালে জায়গা করে নিয়েছেন এরিনা সাবালেঙ্কা এবং এনেট কোন্টাভেইট। ইনজুরির কারণে শুক্রবার টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে রিটায়ার্ড নেন চীনের উদীয়মান তারকা ওয়াং কিয়াং। ম্যাচে এনেট কোন্টাভেইটের সঙ্গে ৬-২ এবং ২-১ গেমে পিছিয়ে থাকার পর সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন কিয়াং। এর ফলে উহান ওপেনের ফাইনালের টিকেট নিশ্চিত করেন এস্তোনিয়ার এনেট কোন্টাভেইট। দিনের আরেক ম্যাচে দুর্দান্ত গতিতে ছুটতে থাকা এ্যাশলে বার্টিকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেন বেলারুশের এরিনা সাবালেঙ্কা। টুর্নামেন্টের শেষ চারে সাবালেঙ্কা এদিন ৭-৬ (৭/২) এবং ৬-৪ গেমে পরাজিত করেন অস্ট্রেলিয়ার এ্যাশলে বার্টিকে। অথচ এই টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত খেলেন ওয়াং কিয়াং। কোয়ার্টার ফাইনালের টিকেট কেটেই নতুন এক ইতিহাস গড়েন তিনি। চীনের প্রথম কোন খেলোয়াড় হিসেবে উহান ওপেনের শেষ আটে জায়গা করে নেন তিনি। এরপর থেকেই তাকে লি না’র উত্তরসূরি হিসেবে ভাবা হচ্ছে। কিন্তু দুর্ভাগ্য তার। স্বপ্ন জয়ের পথে কিয়াংয়ের সামনে বড় বাধা হয়ে দাঁড়াল চোট। মূলত ইনজুরির কারণেই ম্যাচ থেকে রিটায়ার্ড নিতে বাধ্য হন তিনি। ইনজুরিতে ভোগার পরও ম্যাচটা চালিয়ে যেতে চেয়েছিলেন স্বাগতিক তারকা। ভেবেছিলেন হয়তো অলৌকিক কিছু হয়তো হতে পারে। কিন্তু না, সেটা আর হয়নি। বরং শেষ পর্যন্ত প্রতিপক্ষের কাছে ম্যাচটা ছেড়েই দিতে হলো বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ৩৪ নম্বরে থাকা এই খেলোয়াড়কে। ম্যাচের শেষে খুব দুঃখ করেই চাইনিজ তারকা বলেন, ‘আমি চেয়েছিলাম ম্যাচটা ধরে খেলতে। চেয়েছিলাম গেমের পর গেম খেলার জন্য। আশা করেছিলাম অলৌকিক কিছু একটা হবে। কিন্তু আমার শরীর সে রকম কিছু অলৌকিক হতে দেয়নি। এটা খুবই দুঃখজনক যে ম্যাচ আমি চালিয়ে যেতে পারছিলাম না।’ ওয়াংয়ের এমন বিদায়ে ২০১৮ সালে প্রথম ফাইনালে জায়গা করে নেন কোন্টাভেইট। চীনা তারকার এমন বিদায়ে খারাপ লাগছে এস্তোনিয়ান তারকারও। এ বিষয়ে ম্যাচের শেষে তিনি বলেন, ‘কিয়াংয়ের এমন বিদায় সত্যিই খুব দুঃখজনক। তার জন্য খুব খারাপ লাগছে।’ এই মুহূর্তে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ২৭ নম্বরে অবস্থান করছেন কোন্টাভেইট। উহান ওপেনের শিরোপা জিততে পারলে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ বিশে পৌঁছাতে পারবেন তিনি।
×