ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

থিম্পুতে ফুরফুরে মেজাজে মৌসুমী-মারিয়ারা

প্রকাশিত: ০৬:৩৯, ২৯ সেপ্টেম্বর ২০১৮

  থিম্পুতে ফুরফুরে মেজাজে মৌসুমী-মারিয়ারা

স্পোর্টস রিপোর্টার ॥ মহিলা ফুটবলে বাংলাদেশ এখন অপ্রতিরোধ্য শক্তি। অনুর্ধ পর্যায়ে দুর্দান্ত ধারাবাহিক সাফল্য পাচ্ছে বাংলার মেয়েরা। এমন আরেকটি মিশনে বর্তমানে ভুটানের রাজধানী থিম্পুতে অবস্থান করছে বাংলাদেশ অনুর্ধ-১৮ মহিলা ফুটবল দল। প্রথমবারের মতো এই আসরে ‘বি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছে লাল-সবুজের দেশ। শুক্রবার টুর্নামেন্টের উদ্বোধন হলেও বাংলাদেশ মিশন শুরু করবে আগামীকাল রবিবার। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ সামনে রেখে থিম্পুতে ঘাম ঝরানো অনুশীলন করছে বাংলাদেেেশর মেয়েরা। কোচ গোলাম রব্বানী ছোটনের অধীনে বেশ ফুরফুরে মেজাজে আছেন মৌসুমী, মারিয়া, কৃষ্ণারা। শুক্রবার অনুশীলনে বাংলার মেয়েদের বেশ প্রাণচঞ্চল দেখা গেছে। কোচ জানিয়েছেন, পাকিদের বিরুদ্ধে জয় দিয়েই মিশন শুরু করতে চায় তার দল। এদিকে উদ্বোধনী দিনে বড় জয়ে শুভসূচনা করেছে আসরের অন্যতম ফেবারিট ভারত। শুক্রবার ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে স্বাগতিক ভুটানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ভারত। বিজয়ী দলের হয়ে জোড়া গোল করেন দেবনেতা রয়, একটি করে গোল করেন মনিশা ও আশেম। পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলা ভারত প্রথমার্ধে মাত্র এক গোল পেলেও দ্বিতীয়ার্ধে আরও তিন গোল আদায় করে নেয়। বলের নিয়ন্ত্রণ নিয়ে খেললেও প্রথম গোলের জন্য ভারতকে অপেক্ষা করতে হয় ৩৫ মিনিট পর্যন্ত। এ সময় প্রথম গোল করেন দেবনেতা। বিরতির পর ৫০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সম্ভাবনাময় এই ফুটবলার। ৬৪ মিনিটে ভারতের হয়ে তিন নম্বর গোলটি করেন মনিশা। ৬৭ মিনিটে আশেম ভুটানের কফিনে শেষ পেরেক ঠুকে দেন। গত আগস্টে হয় সাফ অনুর্ধ-১৫ মহিলা চ্যাম্পিয়নশিপে এই একই ভেন্যুতে স্বপ্নভঙ্গ হয়েছিল বাংলার কিশোরীদের। ফাইনালে ভারতের কাছে হারতে হয়েছিল ০-১ গোলে। এবার সেই ক্ষত শুকানোর মিশন অনুর্ধ-১৮ দলের। এই আসরে বাংলাদেশের অধিনায়কত্ব করবেন মিশরাত জাহান মৌসুমী। আর সহঅধিনায়ক অনুর্ধ-১৬ দলের অধিনায়ক মারিয়া মান্দা। বাংলাদেশের মিশন নিয়ে কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, এই আসরে আমরা প্রথমবারের মতো খেলছি। নার্গিস ইনজুরির কারণে দলে নেই। এই দলে ১০ সিনিয়র এবং অনুর্ধ-১৬ দলের ১৩ ফুটবলার আছে। তারা অনেকদিন একসঙ্গে অনুশীলন করায় তাদের মধ্যে ভাল সমন্বয় আছে। তবে অনুর্ধ-১৮ দলের সিনিয়র খেলোয়াড় গত দুই বছর ধরে কোন আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। তবে তারা অন্যদের সঙ্গে অনুশীলনের পাশাপাশি সপ্তাহে ৩/৪টি করে প্র্যাকটিস ম্যাচ খেলেছে। আশাকরি সমস্যা হবে না। আমাদের লক্ষ্য ফাইনাল খেলা। অধিনায়ক হিসেবে এটাই প্রথম মিশন মিডফিল্ডার মৌসুমীর। তিনি বলেন, অধিনায়কত্ব মানেই বাড়তি চাপ, বাড়তি দায়িত্ব। চেষ্টা করব ভালমতো দায়িত্ব পালন করতে। দলগতভাবে আমরা কঠোর হার্ডওয়ার্ক করেছি। অনুর্ধ-১৬ দলের সঙ্গে দীর্ঘদিন অনুশীলন করেছি। আশা করছি প্রত্যাশিত সাফল্য পাব আমরা।
×