ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জঙ্গী ও মাদকের সঙ্গে জড়িতদের ছাড় দেয়া হবে না ॥ আইজিপি

প্রকাশিত: ০৫:৫৩, ২৮ সেপ্টেম্বর ২০১৮

জঙ্গী ও মাদকের সঙ্গে জড়িতদের ছাড় দেয়া হবে না ॥ আইজিপি

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটওয়ারী বলেন, সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদকের সঙ্গে জড়িতদের কোন ছাড় দেয়া হবে না। ২০১৩ ও ২০১৪ সালে আন্দোলনের নামে সাতক্ষীরাসহ সারাদেশে যে সন্ত্রাসী কর্মকাণ্ড করে দেশকে যারা অকার্যকর করতে চেয়েছিল তারা আর কখনও মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। তাদের শেকড় উপড়ে ফেলতে পুলিশ কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, মাদকের সঙ্গে যদি কোন পুলিশ সদস্য জড়িত থাকেন, তাদেরও ছাড় দেয়া হবে না। আইজিপি বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরায় মাদক, জঙ্গী ও সন্ত্রাসবিরোধী সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন। জেলা পুলিশের আয়োজনে সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত ব্যতিক্রমধর্মী এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে মাদক সন্ত্রাস ও জঙ্গীবাদ রুখে দিতে জনগণের সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করে তিনি খুলনা রেঞ্জের ডিআইজি ও পুলিশ সুপারদের নির্দেশনা দিয়ে বলেন, কোন নিরীহ মানুষ যেন পুলিশের দ্বারা হয়রানি হয় সেদিকে খেয়াল রাখতে হবে। পুলিশ সুপার সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য এসএম জগলুল হায়দার, সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহমেদ, নৌ-পুলিশের ডিআইজি শেখ মারুফ হাসান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিশ্চিন্ত কুমার পোদ্দার, জেলা প্রশাসক ইফতেখার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনছুর আহমেদ প্রমুখ।
×