ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ম্যানইউর বিদায়, বিদায়ঘণ্টা বাজছে মরিনহোরও!

প্রকাশিত: ০৭:০৭, ২৭ সেপ্টেম্বর ২০১৮

ম্যানইউর বিদায়, বিদায়ঘণ্টা বাজছে মরিনহোরও!

স্পোর্টস রিপোর্টার ॥ আরও একবার বড় ধরনের ধাক্কা খেলেন তারকা কোচ জোশে মরিনহো। ম্যানচেস্টার ইউনাইটেডে কিছুতেই সফল হতে পারছেন না তিনি। মঙ্গলবার রাতে ইংলিশ লীগ কাপের (কারাবাউ কাপ) তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছে ম্যানইউ। যে কারণে ওল্ডট্র্যাফোর্ড থেকে স্পেশাল ওয়ানেরও বিদায়ঘণ্টা বেজে যেতে পারে এমন আভাস দিয়েছে ইংলিশ সংবাদ মাধ্যম। ঘরের মাঠ ওল্ডট্র্যাফোর্ডে দ্বিতীয় সারির দল ডার্বি কাউন্টির বিরুদ্ধে নির্ধারিত সময়েই হারতে বসেছিল ম্যানইউ। ২-১ গোলে এগিয়ে থেকে জিততে চলেছিল অতিথি ডার্বি। কিন্তু ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটের অতিরিক্ত সময়ের শেষ মিনিটে (৯৫ মিনিট) মারোইন ফেলাইনি গোল করে ম্যাচে ২-২ গোলে সমতা ফেরান। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানে আর কোন গোল হয়নি। এরপর ভাগ্যনির্ধারণী টাইব্রেকারে নিষ্পত্তি হয় খেলার ফলাফল। সেখানে দু’দলই প্রথম পাঁচটি করে শটে গোল করলে শুরু হয় একটি করে সাডেন ডেথ। সেখানে আবারও দু’দলই প্রথম দু’টি শট থেকেই গোল করে। তৃতীয় শট মিস করেন ম্যানইউর ফিলিপ জোন্স। আর গোল করে ডার্বির রিচার্ড জন। ফলে নাটকীয়তায় ভরা ম্যাচ টাইব্রেকারে ৮-৭ গোলে জিতে চতুর্থ রাউন্ডের টিকেট পায় ডার্বি। আর বিদায় নিতে হয় রেড ডেভিলসদের। ম্যানইউ হারলেও ভুল করেনি ম্যানচেস্টার সিটি। অক্সফোর্ড ইউনাইটেডকে তাদেরই মাঠে ৩-০ গোলে হারিয়েছে পেপ গার্ডিওলার দল। কয়েক বছর আগেও চেলসিতে থাকতে তারা ছিলেন গুরু-শিষ্য। নতুন ভূমিকায় মরিনহো-ল্যাম্পার্ড এখন প্রতিদ্বন্দ্বী। যেখানে প্রথম সাক্ষাতেই শিষ্যর কাছে গুরু ধরাশয়ী। ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দ্বিতীয় সারির দল ডার্বি কাউন্টির কাছে হেরে কারাবাউ কাপ থেকে বিদায় নিয়েছে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে ম্যাচে প্রথম এগিয়ে যায় ম্যানইউ। তিন মিনিটে দলকে এগিয়ে দেন স্প্যানিশ মিডফিল্ডার জুয়ান মাতা। প্রথমার্ধে এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা। তবে বিরতির পর ৫৯ মিনিটে সমতায় ফেরে ডার্বি। অতিথিদের সমতায় ফেরান উইলসন। ৬৭ মিনিটে আরও বিপদে পড়ে স্বাগতিকরা। এ সময় গোলকিপার সার্জিও রোমেরো লালকার্ড দেখলে ১০ জনের দল হয়ে যায় তারা। একজন খেলোয়াড় কম থাকার সুযোগ নেয় ডার্বি। ৮৫ মিনিটে ম্যারিয়টের গোলে লিড নিয়ে ম্যানইউর ওপর চাপ বাড়িয়ে দেয় দলটি। কিন্তু যোগ করা সময়ে ওল্ডট্র্যাফোর্ডে স্বস্তি ফেরান ফেলাইনি। বেলজিয়ান তারকার এনে দেয়া স্বস্তি শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি তার দল। ঘরের মাঠে পেনাল্টিতে হেরে বিদায় নিতে হয় তাদের। আরেক ম্যাচে সিটির জয়ে গোল করেন গ্যাব্রিয়েল জেসুস, রিয়াদ মাহরেজ ও ফোডেন। অন্যান্য ম্যাচে কিউপিআরকে ২-০ গোলে ব্লাকপোল, ব্লাকবার্নকে ২-৩ গোলে বোর্নমাউথ, বার্নলিকে ২-১ গোলে বার্টন, মিলওয়ালকে ৩-১ গোলে ফুলহ্যাম, ওয়েস্টব্রুমকে ৩-০ গোলে ক্রিস্টাল প্যালেস এবং ওয়াইকম্বিকে ৩-৪ গোলে হারিয়েছে নরউইচ। নিঃসন্দেহে বলা যায়, ক্যারিয়ারের অন্যতম কঠিন সময় অতিবাহিত করছেন মরিনহো। তারকা এই কোচ ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে কিছুতেই সফল হতে পারছেন না। গেল মৌসুমে ব্যর্থতা এবার সদ্য শুরু হওয়া নতুন মৌসুমেও রেড ডেভিলসদের অচেনা লাগছে। ইংলিশ প্রিমিয়ার লীগে প্রথম তিন ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পাওয়া ম্যানইউ এখনাও ঘুরে দাঁড়াতে পারেনি। এরই মধ্যে লীগ কাপ থেকে বিদায়। যে কারণে ওল্ডট্র্যাফোর্ডে জিনেদিন জিদানের আসার গুঞ্জন আরও জোরালো হয়েছে।
×