ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বন্দুকযুদ্ধে মাদক কারবারি নিহত

প্রকাশিত: ০৬:৪৬, ২৭ সেপ্টেম্বর ২০১৮

বন্দুকযুদ্ধে মাদক কারবারি নিহত

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সদর উপজেলার মিরকাদিমের নগরকসবা কাঠবাগানে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক কারবারি মালেক আব্দুল (৪৫) নিহত হয়েছে। বুধবার ভোর পৌনে চারটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ম্যাগজিন ও ৩ রাউন্ড তাজা গুলি, গুলির একটি খালি খোসা, ৮শ’ ইয়াবা ও বিক্রির ২৫শ’ টাকা ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়। র‌্যাব-১১’র সহকারী পরিচালক মুহিতুল ইসলাম জানান, তার বিরুদ্ধে ১১টি মামলা ছিল। সে মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ ইসলামপুর মৃত শওকত আলী ব্যাপারী। সে দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। মাগুরায় চুরি হওয়া শিশুর লাশ মিলল পুকুরে নিজস্ব সংবাদাতা, মাগুরা, ২৬ সেপ্টেম্বর ॥ সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে ১০ দিনের এক নবজাতক কন্যাকে পুকুরে ফেলে হত্যা করেছে প্রতিপক্ষ। অনেক খোঁজাখুঁজির পর বুধবার বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে নবজাতকের মৃতদেহ পাওয়া যায়। এ গ্রামের ফারুক হোসেন ও নার্গিস পারভিন নামে এক দম্পতির ঘর থেকে মঙ্গলবার রাতে এ নবজাতকটি অজ্ঞাত প্রতিপক্ষ চুরি করে নেয়। পরে মাগুরা সদর থানায় সাধারণ ডায়েরি করে এবং এলাকাবাসী সারারাত সম্ভাব্য সবখানে নিখোঁজ নবজাতকটি অনুসন্ধান করে। অনেক খোঁজাখুঁজির পর বুধবার বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে নবজাতকের মৃতদেহ পাওয়া যায়। কেরানীগঞ্জে সম্ভাব্য প্রার্থীর গণসংযোগ নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২৬ সেপ্টেম্বর ॥ ঢাকা-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহিন আহমেদ নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন। বুধবার বিকেলে শাক্তা ইউনিয়নের খোলামোড়া লঞ্চঘাট, জিয়ানগর, মালঞ্চ, খোলামোড়া মডেল টাউন, ভিআইপি রোড এলাকায় হেঁটে গণসংযোগ করেন তিনি। এসময় শাহিন আহমেদ সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে লিফলেটের মাধ্যমে। আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। গণসংযোগকালে শাহিন আহমদের সঙ্গে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক হাবিবুর রহমান হাবিব, শাক্তা ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন লিটন, মডেল থানা যুবলীগের সভাপতি মনির হোসেন, বাস্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী জেডএ জিন্নাহ প্রমুখ।
×