ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিষাক্ত ফেনা

প্রকাশিত: ০৬:২২, ২৭ সেপ্টেম্বর ২০১৮

বিষাক্ত ফেনা

ভারতের বেঙ্গালুরুতে দূষণের প্রভাবে দেখা দিয়েছে প্রকট সমস্যা। ভারি বৃষ্টিপাতের কারণে শহরটির বেলান্দুর লেকের চারপাশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে বিষাক্ত ফেনা। কোন কোন জায়গায় প্রায় ১০ ফুট উঁচু হয়ে বরফের মতো জমে আছে সাদা এ ফেনা। এছাড়া অনেক জায়গায় উড়ছে সাদা মেঘের মতো ফেনা। এর প্রভাব ছড়িয়ে পড়ছে আবাসস্থলেও। তাই ব্যস্ত শহরের ওই এলাকায় এ বিষাক্ত ফেনা মানুষকে এক রকম গৃহবন্দী করে ফেলেছে -ওয়েবসাইট শততম উৎক্ষেপণ ফ্রান্স গায়েনাতে ইউরোপের তৈরি একটি রকেট এক শ’ বার উৎক্ষেপণ করা হয়েছে। বিষয়টি প্রস্তুতকারকদের জন্য একটি প্রতীকী মাইলফলক। এজন্য এলন মাস্কের স্পেস এক্স কর্মসূচী চাপের মুখে রয়েছে। এ্যারিয়ান ফাইভ মহাকাশযানটি মঙ্গলবার গ্রিনিচ সময় ২২টা ৩৮ মিনিটে ক্যারিবিয়ান অঞ্চল থেকে উৎক্ষেপণ করা হয়। কক্ষপথে দুটি টেলিকম উপগ্রহ প্রেরণের কাজে মহাকাশযানটি নিয়োজিত ছিল। দুই দশকেরও বেশি সময় ধরে ভারি বস্তু আকাশে বহন করার কাজে এটি ব্যবহৃত হতো –এএফপি
×