ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পিয়ং ইয়ংয়ে দক্ষিণ কোরীয় প্রেসিডেন্টকে সাদর অভ্যর্থনা

প্রকাশিত: ০৬:১৭, ১৯ সেপ্টেম্বর ২০১৮

পিয়ং ইয়ংয়ে দক্ষিণ কোরীয় প্রেসিডেন্টকে সাদর অভ্যর্থনা

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে পারমাণবিক নিরস্ত্রীকরণ ও দুই কোরিয়ার মধ্যে যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি নিয়ে আলোচনা করতে পিয়ংইয়ং পৌঁছেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন। এএফপি। এ নিয়ে চলতি বছর দুই নেতার মধ্যে তৃতীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা নাগাদ উত্তরের রাজধানী পিয়ংইয়ংয়ে পৌঁছালে কিম, তার স্ত্রী রি সোল জু ও উত্তর কোরিয়ার উর্ধতন কর্মকর্তারা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে স্বাগত জানান। এ সময় হাসিমুখে মুনকে জড়িয়ে ধরেন উত্তর কোরিয়ার নেতা। জড়িয়ে ধরার মুহূর্তে ও একে অপরের সঙ্গে কথা বলার সময়ও দুই প্রেসিডেন্টের মুখে হাসি ছিল। বিমানবন্দরে স্যুট ও ঐতিহ্যবাহী কোরীয় পোশাক পরা উত্তর কোরিয়ার কয়েক শ’ নারী-পুরুষ কোরীয় উপদ্বীপ ও উত্তর কোরিয়ার পতাকা নেড়ে, ফুল হাতে দক্ষিণের প্রেসিডেন্টকে সাদর অভ্যর্থনা জানান। বিমানবন্দরে ‘পিয়ংইয়ং সফরে সুস্বাগতম প্রেসিডেন্ট মুন জায়ে-ইন’ লেখা ব্যানারও শোভা পাচ্ছিল। মুনের সফরসঙ্গী হিসেবে বেশ কয়েকজন কর্পোরেট কর্তাও পিয়ংইয়ং গেছেন।
×