ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আপাতত অস্ত্রোপচার লাগবে না, অন্তত ৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে

আজ দেশে ফিরছেন তামিম

প্রকাশিত: ০৬:৪১, ১৮ সেপ্টেম্বর ২০১৮

আজ দেশে ফিরছেন তামিম

স্পোর্টস রিপোর্টার ॥ ইনজুরি ছিল আগেই। সে কারণে এবার এশিয়া কাপে খেলা নিয়ে ছিল সংশয়। কিন্তু পুরোপুরি ডান হাতের আঙ্গুলের আঘাত কাটিয়ে ওঠার আগেই শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ উদ্বোধনী ম্যাচে নেমেছিলেন তামিম ইকবাল। কিন্তু ইনিংসের দ্বিতীয় ওভারে লঙ্কান পেসার সুরাঙ্গা লাকমালের শেষ বলে বাঁ হাতের তর্জনির গোড়ার দিকে আঘাত পান। এরপর তাকে হাসপাতালে যেতে হয়েছিল ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের সঙ্গে। ব্যান্ডেজ বাঁধা তামিম সম্পর্কে তৎক্ষণাৎ নিশ্চিত হয়েছিল এশিয়া কাপে আর খেলা হবে না এবং ৬ সপ্তাহের বেশি থাকবেন মাঠের বাইরে। এরপরও নেমেছিলেন শেষ উইকেটে এবং এক হাতে ব্যাটিং করে বিস্ময়ের জন্ম দিয়েছিলেন। জার্মান হাড় বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শের পর এবার আজ দেশে ফিরে আসছেন তামিম। তবে ভাল খবর হচ্ছে আপাতত অস্ত্রোপচার করাতে হবে না তাকে এবং খালেদ মাহমুদ জানিয়েছেন মাত্র ৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এ ২৯ বছর বয়সী বাঁ হাতিকে। যেখানে বাঘের ভয়, সেখানেই রাত হয়। ভয়টা আগেই ছিল, কারণ ইনজুরি নিয়ে এবার এশিয়া কাপ খেলতে গিয়েছিলেন তামিম। দলের সঙ্গে যেতে পারেননি ভিসা জটিলতায়, দু’দিন পর গিয়ে প্রথম ম্যাচেই ইনজুরি নিয়ে খেলতে নেমেছিলেন। বিধাতা হয়ত এ কারণেই তার দুবাই যাত্রায় জটিলতা এনে দিয়েছিলেন। ম্যাচ খেলতে নেমে মারাত্মক আঘাতই পেলেন, যে আঘাতে তাকে হাসপাতালে যেতে হলো। স্ক্যান করানোর পর ব্যান্ডেজ নিয়ে মাঠে ফেরেন। আবারও ব্যাট করতে নামা দূরে থাক, ওই মুহূর্তে জানা গিয়েছিল অন্তত ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। কারণ, তর্জনির গোড়ার দিকে বেশ কয়েকটি হাড়ে চিড় শনাক্ত হয়েছিল। এরপরও দলের প্রয়োজনে শেষ উইকেটে নেমে এক হাতে ব্যাট চালিয়ে তাক লাগিয়ে দেন। ম্যাচের পর টিম ম্যানেজমেন্ট জানিয়েছিল আরও দুয়েকদিন অপেক্ষা করা হবে তামিমের হাতের অবস্থা বোঝার জন্য। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েই ফিরবেন দেশে। সোমবার জার্মান হাড় বিশেষজ্ঞকে দেখানো হয় তামিমকে। আপাতদৃষ্টিতে এশিয়া কাপে তার খেলার সম্ভাবনা ক্ষীণ হলেও রিপোর্ট ছাড়া কথা বলতে চায়নি ম্যানেজমেন্ট। রিপোর্ট দেখার পর জানা গেলো চার সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন তামিম। অর্থাৎ মাঠের বাইরে থাকার সময়সীমাও কমে এসেছে। তামিমের পরিস্থিতি যতটা নাজুক মনে হয়েছিল তাতে করে দীর্ঘ সময় তার বাইরে থাকার সম্ভাবনা সৃষ্টি হয়েছিল। এমনকি অস্ত্রোপচার করানো লাগতে পারে এমন শঙ্কাও দেখা দিয়েছিল। কিন্তু জার্মান হাড় বিশেষজ্ঞকে দেখানোর পর ম্যানেজার সুজন বলেন, ‘এখানকার চিকিৎসকরা বলেছেন অস্ত্রোপচার লাগবে না। তবে আমরা তামিমের রিপোর্ট অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠাব। সেখানে পর্যালোচনার পরই বিসিবি তামিমের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’ তামিম একহাতে ব্যাটিং করে একটি বল মোকাবেলা করে বিস্ময়ের জন্ম দেন এবং বাংলাদেশ দলকে উজ্জীবিত করে তোলেন। সেদিনের বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘ওই ১০ সেকেন্ডের জন্য আমার নিজেকে খুবই দুঃসাহসী মনে হচ্ছিল। স্টেডিয়ামে দর্শকদের চিৎকার শুনে আমি খুবই অনুপ্রাণিত হয়ে উঠি। আমি সঙ্গে সঙ্গেই আউট হতে পারতাম কিংবা খারাপ কিছু হতে পারত। কিন্তু সেই মুহূর্তে আমার মধ্যে শুধু দল ও জাতির প্রতি নিজেকে নিবেদন করা ছাড়া অন্যকিছু মাথায় আসেনি।’ এবার সেই তামিম দেশে ফিরে আসছেন আজ। এ বিষয়ে তিনি বলেছেন, ‘আমি কাল (মঙ্গলবার) চলে যাব। অস্ত্রোপচার লাগবে কিনা ইংল্যান্ড-অস্ট্রেলিয়া থেকে রিপোর্ট আসার পর বোঝা যাবে। আজকালের মধ্যেই রিপোর্ট পাঠানো হবে সেখানে।’
×