ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাংলার মেয়েদের মিশন শুরু আজ

প্রকাশিত: ০৫:১৭, ১৭ সেপ্টেম্বর ২০১৮

 বাংলার মেয়েদের  মিশন শুরু  আজ

জাহিদুল আলম জয় ॥ বাংলাদেশের ফুটবলে আশার প্রদীপটা জ্বালিয়ে রেখেছে মেয়েরা। অনুর্ধ পর্যায়ে গত কয়েক বছর ধারাবাহিক স্বর্ণসাফল্য পাচ্ছে কোচ গোলাম রব্বানী ছোটনের দল। এরই ধারাবাহিকতায় এএফসি অনুর্ধ-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে আরেকবার নিজেদের প্রমাণ করার পালা মারিয়া, আঁখিদের। শনিবার থেকে ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হয়েছে আসরের ময়দানী লড়াই। তবে স্বাগতিক বাংলাদেশ মিশন শুরু করছে আজ। ‘এফ’ গ্রুপের এই ম্যাচে বাংলার বাঘিনীদের প্রতিপক্ষ বাহরাইন। ম্যাচটি বড় ব্যবধানে জিতে শুভসূচনা করার প্রত্যয় জানিয়েছেন বাংলাদেশ কোচ ও অধিনায়ক। আজকের প্রথম ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে লেবানন ও সংযুক্ত আরব আমিরাত। দ্ইু বছর আগে এই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। যার সুবাদে লাল-সবুজের মেয়েরা খেলেছিল মূলপর্বে। এবারও বাংলার কিশোরীদের লক্ষ্য অভিন্ন। বাছাইপর্বে সেরা হয়ে ২০১৯ সালে থাইল্যান্ডে অনুষ্ঠেয় মূলপর্বে খেলার আশা মাহমুদা-মারিয়াদের। তবে ধারণা করা হচ্ছে আগেরবারের চেয়ে এবার শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে পারে বাংলাদেশ। আগেরবারের প্রতিপক্ষের তুলনায় এবারের প্রতিপক্ষরা শক্তি ও কৌশলে বেশ খানিকটা এগিয়ে। যে প্রমাণ নিজেদের প্রথম ম্যাচে রেখেছে লেবানন ও ভিয়েতনাম। এ কারণেই প্রথম ম্যাচটাকে বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে ছোটনের শিষ্যরা। লেবাননের কাছে আট গোল হজম করা বাহরাইনের জালে বাংলাদেশও গোল উৎসব করতে চায়। এই ম্যাচ সামনে রেখে রবিবার অনুশীলন করেছে বাংলাদেশ ও বাহরাইন অনুর্ধ-১৬ মহিলা ফুটবল দল। টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, বাহরাইন পরিকল্পনা এবং সাংগঠনিকভাবে শক্তিশালী। তবে আমাদের মেয়েরা বেশ কিছু দিন ধরে একসঙ্গে কঠোর অনুশীলন করছে, তারা আত্মবিশ্বাসী। এই দলের সুবিধা হচ্ছে ২৩ জনেরই আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। আশা করছি আমার দল জয় নিয়েই মাঠ ছাড়বে। বয়সের কারণে এবার আগের দলের ২৩ জনের মধ্যে আছে শুধু ১২ জন। যে কারণে সুযোগ পেয়েছে বেশ কিছু কিশোরী। এরপরও আশাবাদী বাংলাদেশ কোচ বলেন, বয়সের কারণে গতবারের দল থেকে বেশ কয়েকজনকে বাদ দিতে হয়েছে। এদের মধ্যে শামসুন্নাহার জুনিয়র, ঋতুপর্ণা চাকমা, সাজেদা এবং বাংলাদেশ গেমস-জেএফএ কাপ থেকে আসা রিফা বেশ মেধাবী। এই টুর্নামেন্টকে টার্গেট করে গত নয় মাস আমরা প্রস্তুতি নিচ্ছি। মাঝখানে আমরা তিনটা আন্তর্জাতিক টুর্নামেন্টও খেলেছি। দলের সবাই মুখিয়ে আছে মাঠে নামার জন্য। ফুটবলাররাও ফিট আছেন। কোন ইনজুরি সমস্যা নেই। মারিয়া-আঁখিদের প্রতিপক্ষ বাহরাইন তাদের প্রথম ম্যাচে উড়ে গেছে। এরপরও তাদের বিরুদ্ধে সতর্ক বাংলাদেশ। এ প্রসঙ্গে কোচ ছোটন বলেন, সাফ চ্যাম্পিয়নশিপে ভারত ও নেপাল দুর্দান্ত খেলেছিল। কিন্তু মালদ্বীপ চ্যাম্পিয়ন হয়েছে। ফুটবলে যে কোন দিন যে কোন কিছু হতে পারে। বাহরাইন আগের ম্যাচে খারাপ করেছে কিন্তু তারা আমাদের বিপক্ষে ঘুরে দাঁড়াতেও পারে। অবশ্য বাহরাইন কোচ খালেদ হাসান বাংলাদেশকে সম্মান করছেন। তিনি বলেন, বাংলাদেশ স্বাগতিক। তারা শক্তিশালী দল। গত আসরে চূড়ান্তপর্বে খেলেছে। তাদের কিছু ভিডিও দেখেছি। আশাকরি প্রথম ম্যাচের চেয়ে এ ম্যাচে মেয়েরা ভাল খেলবে। বাংলাদেশ অধিনায়ক মারিয়া মান্দা বলেন, আমাদের প্রস্তুতি ভাল। জেতার জন্যই খেলব। প্রতিপক্ষরা আগের চেয়ে শক্তিশালী হলেও আমরা ভয় পাচ্ছি না। আমাদের লক্ষ্য গ্রুপের সেরা হওয়া। ঘরের মাঠে খেলব আমরা। আশা করছি সবাই মাঠে আসবেন। আমাদের উৎসাহ দেবেন।
×