ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সুপার টাইফুন

ফিলিপিন্সে ২৫ জনের মৃত্যু

প্রকাশিত: ০৪:১৬, ১৭ সেপ্টেম্বর ২০১৮

ফিলিপিন্সে ২৫ জনের মৃত্যু

ফিলিপিন্সের উত্তরাঞ্চলে ধ্বংসযজ্ঞ চালানো সুপার টাইফুন মাংখুটে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্টের রাজনৈতিক উপদেষ্টা। এদের মধ্যে ২০ জন ফিলিপিন্সের প্রধান দ্বীপ লুজনের কর্দিলিয়ারা অঞ্চলে, চার জন নুয়েভো ভিজকাইয়া প্রদেশের আশপাশে ও অপরজন ইলোকস সুর প্রদেশে প্রাণ হারায় বলে রবিবার টেলিফোনে আন্তর্জাতিক এক বার্তা সংস্থাকে জানিয়েছেন। খবর বিবিসির। প্রেসিডেন্ট রড্রিগো দুতের্তের রাজনৈতিক উপদেষ্টা ফ্রান্সিস তোলেন্তিনো জানান, কর্দিলিয়ারা ও নুয়েভো ভিজকাইয়ায় মৃত ব্যক্তিদের অধিকাংশই ভূমিধসের শিকার হয়েছেন, অপরদিকে ইলোকস সুর প্রদেশে একজন উপড়েপড়া গাছের নিচে চাপা পড়ে প্রাণ হারান। স্থানীয় সময় রবিবার সকাল ৯টা পর্যন্ত প্রাণহানির সংখ্যা ২৫ বলে জানিয়েছেন তোলেন্তিনো। তিনি প্রধান দুর্যোগ মোকাবেলা সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আরও জানিয়েছেন, মাংখুটে লুজনের উত্তরাঞ্চলের অন্যান্য এলাকার ক্ষয়ক্ষতির প্রতিবেদন আসা অব্যাহত আছে। কর্দিলিয়ারা থেকে আসা নিহতের সংখ্যাটি সমর্থন করেছেন বেসামরিক প্রতিরক্ষা দফতরের এমানুয়েল সালামাত। পুলিশ প্রতিবেদনেও সেখানে ২০ জন নিহত হওয়ার কথা বলা হয়েছে বলে জানিয়েছেন তিনি। টাইফুন মাংখুট ফিলিপিন্সের প্রধান দ্বীপ লুজনের মধ্য দিয়ে পশ্চিম মুখে চীনের দিকে এগিয়ে যাচ্ছে। ফিলিপিন্সের সরকারী এক কর্মকর্তা জানিয়েছেন, টাইফুনটির তান্ডবে তুগেগ্যারাও শহরের প্রায় সব ভবন কিছু না কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন এলাকার মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
×