ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

গোল পাবেন আজ রানাল্ডো?

প্রকাশিত: ০৭:২৮, ১৬ সেপ্টেম্বর ২০১৮

গোল পাবেন আজ রানাল্ডো?

স্পোর্টস রিপোর্টার ॥ গ্রীষ্মকালীন দলবদলেই রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। গোটা ফুটবল দুনিয়াকে অবাক করেই ইতালিয়ান সিরি’এ লীগে নতুন করে ঠিকানা গড়েন এই পর্তুগীজ সুপারস্টার। তবে জুভেন্টাসের ভক্ত-অনুরাগীদের মন জয় করতে পারেননি এখনও। তিন ম্যাচ খেললেও কোন গোলের দেখা পাননি জুভেন্টাসের এই পর্তুগীজ সুপারস্টার। আন্তর্জাতিক বিরতির পর আজ আবারও মাঠে নামছেন সি আর সেভেন। প্রতিপক্ষ সাসৌলো। তবে কী আজ নিজের প্রথম গোলের দেখা পাবেন রোনাল্ডো? অপেক্ষা এখন সেটাই দেখার। ইতোমধ্যেই তিনটি ম্যাচ খেলে ফেলেছেন রোনাল্ডো। ২৭০ মিনিট খেলেও গোল না পাওয়ায় চরম হতাশ তার ভক্ত-অনুরাগীরা। তবে এই সময়ের মধ্যে ২৩টি শট নিয়েছেন তিনি। গোলের এত সুযোগ তৈরি করেও প্রতিপক্ষের জাল খুঁজে না পাওয়ায় চরম হতাশ খোদ রোনাল্ডোও। এই সময়ে জাতীয় দল থেকে সাময়িক বিরতি নিয়েছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে কোন ম্যাচ না খেলে বিশেষ ব্যবস্থায় অনুশীলনে ঘাম ঝরিয়েছেন রোনাল্ডো। সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম টুইটার-ইনস্টাগ্রামে সেসব ছবিও প্রকাশ করেছেন তিনি। দলের সবচেয়ে দামী খেলোয়াড়টি গোলশূন্য থাকলেও শীর্ষস্থানে থাকতে কোন সমস্যাই হয়নি জুভেন্টাসের। তিন ম্যাচের তিনটিতেই জিতে পয়েন্ট টেবিলের চূড়ায় আছে তারা। তবে এ সপ্তাহেই শুরু হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের মিশন। বুধবারই স্পেনের ক্লাব ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামবে জুভেন্টাস। চ্যাম্পিয়ন্স লীগের সেই ব্যস্তসূচীকে সামনে রেখে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছন্দে ফেরানোর আশা করছে জুভেন্টাস। তবে রোনাল্ডোর গোলখরা নিয়ে মোটেও চিন্তিত নন জুভদের কোচ ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রি। তার মতে গোলের জন্য রোনাল্ডোর একটু সময় লাগবে। তবে রোনাল্ডোকে সমর্থন করছেন তার ক্লাব সতীর্থরা। গত নয়টি বছর স্পেনের জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদে কাটিয়েছেন সি আর সেভেন। কিন্তু হঠাৎ করেই ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ইতালিয়ান সিরি’এ লীগের বর্তমান চ্যাম্পিয়নদের জার্সিতে যোগ দেন সি আর সেভেন। এ ছাড়াও ১৭ মিলিয়ন ইউরো অতিরিক্ত যোগ হবে তার ব্যাংক এ্যাকাউন্টে। এর ফলে গেজেত্তা ডেল্লো স্পোর্ট অনুযায়ী রোনাল্ডোর বার্ষিক আয় ৩১ মিলিয়ন ইউরো যা ইতালিয়ান সিরি’এ লীগে সর্বোচ্চ পারিশ্রমিক। রোনাল্ডোর পর দ্বিতীয় সর্বোচ্চ ৯.৫ মিলিয়ন আয় করে এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন এসি মিলানের আর্জেন্টাইন তারকা গঞ্জালো হিগুয়েন। সাবেক রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার রোনাল্ডোর আয় এতই বেশি যে, ইতালিয়ান সিরি’এ লীগে যে ১০টি ক্লাব রয়েছে তারা সি আর সেভেনের আয়ের সমপরিমাণ অর্থ ব্যয়ও করতে পারে না। ইতালিয়ান সিরি’এ লীগে খেলোয়াড়দের পেছনে বছরে সবচেয়ে কম ব্যয় করে এম্পোলি। তাদের মোট ব্যয় ১৬ মিলিয়ন ইউরো। অর্থাৎ এম্পোলির ব্যয়ের চেয়ে দ্বিগুণ অর্থ উপার্জন করেন জুভেন্টাসের রোনাল্ডো। এ ছাড়াও ৯টি ক্লাব রয়েছে যাদের বার্ষিক ব্যয় রোনাল্ডোর উপার্জনের চেয়েও কম। ইতালিয়ান সিরি’এ লীগে বছরে সর্বোচ্চ ব্যয় করে জুভেন্টাস। এ বছরে খেলোয়াড় কেনার পেছনে তারা ব্যয় করেছে ২১৯ মিলিয়ন ইউরো। তাদের পরে রয়েছে এসি মিলান। মিলানের ব্যয় ১৪০ মিলিয়ন ইউরো। এদিকে জাতীয় দলে লিওনেল মেসি আর ক্লাবে রোনাল্ডোকে সতীর্থ হিসেবে পেয়েছেন পাওলো দিবালা। বর্তমান বিশ্বের সেরা দুই তারকার সঙ্গেই খেলার সুযোগ পেলেন আর্জেন্টাইন তারকা। কিন্তু ভাগ্যে আর শিকে ছিঁড়ছে কোথায়। আর্জেন্টিনা কিংবা জুভেন্টাস কোন দলেরই প্রথম একাদশে নিজেকে প্রতিষ্ঠিত করে তুলতে পারেননি দিবালা। জুভেন্টাসে জায়গা একটু শক্ত করতে পারলেও রোনাল্ডো আসার পর সে স্থান নিয়েও সঙ্কটে আছেন আর্জেন্টাইন এই এ্যাটাকিং মিডফিল্ডার। দিবালাকে তাই তার পুরনো গুরুই পরামর্শ দিচ্ছেন ইতালি ছাড়ার। জুভেন্টাসে আসার আগে আরেক ইতালিয়ান দল পালের্মোতে খেলতেন দিবালা। সেখানকার বর্তমান সভাপতি মাউরিসিও জাম্প্রিনি বলেন, ‘আমার মনে হয় দিবালার জানুয়ারিতে দল ছাড়া ভাল হবে।’
×