ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পিএসজির পাঁচে পাঁচ

প্রকাশিত: ০৭:০৬, ১৬ সেপ্টেম্বর ২০১৮

পিএসজির পাঁচে পাঁচ

স্পোর্টস রিপোর্টার ॥ ফ্রেঞ্চ লীগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। শিরোপা ধরে রাখার লক্ষ্যে এবারও দুর্দান্ত খেলছে তারা। আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে শুক্রবারই মাঠে নেমেছিল প্যারিস জায়ান্টরা। নিজেদের মাঠে পিএসজির প্রতিপক্ষ ছিল সেইন্ট এটেনি। জয় পেতে মোটেও সমস্যা হয়নি স্বাগতিকদের। পিএসজি এদিন ৪-০ গোলে হারিয়েছে সেইন্ট এটেনিকে। সেই সঙ্গে শতভাগ জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন থমাস টাচেলের শিষ্যরা। মৌসুমের প্রথম পাঁচ ম্যাচের সবকটিতেই জিতে ১৫ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের শীর্ষস্থানটাও দখল করে রেখেছে প্যারিস জায়ান্টরা। আগামী মঙ্গলবারই উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের মিশন শুরু করবে পিএসজি। যে কারণে সেইন্ট এটেনির বিপক্ষে ম্যাচে বিশ্রাম দেয়া হয় নেইমারকে। নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে দর্শকের ভূমিকায় ছিলেন দলের আরেক তারকা কিলিয়ান এমবাপেও। দলের দুই তারকাবিহীন পিএসজির জন্য সেইন্ট এটেনির বিপক্ষে ম্যাচটা ছিল চ্যালেঞ্জিং। সমর্থকদের মধ্যেও শঙ্কা ছিল কেমন করে তাদের দল। শুধু নেইমার এমবাপে কেন? দানি আলভেজ ও লেভিন কুরযাওয়া যথারীতি নিজেদের চোটের সঙ্গে লড়াই করছেন এখনও। কিন্তু তারপরও এই প্রভাব পড়েনি দলে। নেইমার-এমবাপেদের অনুপস্থিতি মোটেও বুঝতে দেননি কাভানি-ডি মারিয়ারা। এমবাপে-নেইমারবিহীন সেইন্ট এটেনির বিপক্ষে গোল করেন জুলিয়েন ড্র্যাক্সলার, এডিনসন কাভানি, এ্যাঞ্জেল ডি মারিয়া ও মৌসা দিয়াবি। ম্যাচ শুরুর ২২ মিনিটেই পিএসজিকে এগিয়ে দেন ড্র্যাক্সলার। মাঝমাঠ থেকে সতীর্থের বাড়িয়ে দেয়া বলটাকে প্রথমে আলতো হেডে নিজের নিয়ন্ত্রণে নেন ড্র্যাক্সলার। তারপর হেডের সৌজন্যেই গোলরক্ষককে বোকা বানিয়ে পিএসজিকে প্রথম এগিয়ে দেন তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল ব্যবধান দ্বিগুণ করেন এডিনসন কাভানি। ৫১ মিনিটে পেনাল্টিতে গোল করেন পিএসজির এই উরুগুইয়ান স্ট্রাইকার। ৭৬ মিনিটে আবারও এগিয়ে যায় পিএসজি। এবার গোলদাতা এ্যাঞ্জেল ডি মারিয়া। আর্জেন্টাইন স্ট্রাইকারের গোলটিও ছিল দুর্দান্ত। বুলেট গতির শটে প্রতিপক্ষের জালে বল জড়ান এই আর্জেন্টাইন স্ট্রাইকার। তারপরও গোলোৎসব থামেনি প্যারিস জায়ান্টদের। রেফারির শেষ বাঁশি বাজানোর মাত্র ছয় মিনিট আগে স্বাগতিকদের হয়ে চতুর্থ গোলটি করেন বদলি হিসেবে মাঠে নামা মৌসা দিয়াবি। এর ফলে ৪-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে নেইমার-এমবাপেবিহীন পিএসজি। এই ম্যাচে মাঠে না থাকলেও গ্যালারিতে থেকে দলের জয় ঠিকই উপভোগ করেছেন নেইমার-এমবাপে। এমন জয়ের পর সন্তুষ্ট পিএসজির কোচ থমাস টাচেলও। কেননা কোচ হিসেবে পিএসজির দায়িত্ব নেয়ার পর লীগের প্রথম পাঁচ ম্যাচের সবকটিতেই যে জয়ের দেখা পেয়েছেন তিনি। প্যারিসের ক্লাবটির এ যাবতকালের ইতিহাসে প্রথম কোচ হিসেবেই বিরল এই কীর্তি গড়েন টাচেল। শুরুটা করেছিলেন কায়েনের বিপক্ষে ৩-০ গোলের বড় জয়ে। এরপর গুইনগ্যাম্প এবং এ্যাঞ্জিয়ার্স উভয় দলকেই হারান ৩-১ ব্যবধানে। নিমেসের বিপক্ষে জেতেন ৪-২ ব্যবধানে। সর্বশেষ শুক্রবার সেইন্ট এটেনিকে বিধ্বস্ত করেন কাভানি-ডি মারিয়ারা। এ মৌসুমে কমপক্ষে প্রতিপক্ষের জালে তিনবার করে বল জড়ানোর কীর্তিও পিএসজির। প্রথম পাঁচ ম্যাচেই প্রতিপক্ষের জালে ১৭বার বল জড়ান নেইমার-এমবাপে-কাভানিরা। ম্যাচ শেষে সন্তুষ্ট প্রকাশ করে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে থমাস টাচেল বলেন, ‘আমরা পাঁচবার জিতেছি। এতেই প্রমাণ করে যে আমরা জয়ের জন্য ক্ষুধার্ত।’ গত কয়েক মৌসুম ধরেই ফ্রেঞ্চ লীগে রাজত্ব করছে পিএসজি। তবে এবার লক্ষ্য ইউরোপ সেরার টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ। সেই লক্ষ্যেই বস্তা বস্তা টাকা ঢেলেছে ক্লাব কর্তৃপক্ষ। ইউরোপ সেরার মিশন শুরু হবে মঙ্গলবার। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ হিসেবে শক্তিশালী লিভারপুলের মুখোমুখি হবে পিএসজি। সেই ম্যাচের আগে নিজেদের প্রস্তুতি পর্বটা যে বেশ ভালভাবেই সেরে নিয়েছে থমাস টাচেলের দল সে বিষয়ে কোন সন্দেহ নেই।
×