ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রকাশিত: ০৬:৫৪, ১৬ সেপ্টেম্বর ২০১৮

চিত্রাঙ্কন প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ গ্রাম বাংলার কারুশিল্প সমাহার নিয়ে নগরীর অশ্বিনী কুমার টাউন হলে দিনব্যাপী শীতল পাটি মেলা ও শিশু শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান। রিচ টু আনরীচড নামক বেসরকারী উন্নয়ন সংগঠন (রান), বরিশাল শীতল পাটি শিল্পী কল্যাণ সমিতি ও বরিশাল চারুকলার আয়োজনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় মেলার আয়োজন করা হয়। রিচ টু আনরীচডের সভাপতি অধ্যাপক শিবানী চৌধুরীর সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী পরিচালক রফিকুল আলম। মেলা উপলক্ষে চারুকলার সহযোগিতায় নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীদের নিয়ে শীতল পাটিকে শিশুদের মাঝে পরিচিত করার লক্ষ্যে আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। মেলায় নয়টি স্টল অংশগ্রহণ করেন। ৮শ’ শিক্ষার্থীকে স্কুল ড্রেস প্রদান নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১৫ সেপ্টেম্বর ॥ বোরহানউদ্দিন উপজেলায় শিক্ষার মান উন্নয়ন ও ঝরেপড়া রোধে ৮শ’ শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানকে ল্যাপটপ ও কম্পিউটার বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে বোরহানউদ্দিন উপজেলা চত্বরে এলজিএসপি-৩ প্রকল্পের অর্থায়নে বোরহানউদ্দিন উপজেলা পরিষদের আয়োজনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল প্রধান অতিথি হিসেবে স্কুল ড্রেস ও ল্যাপটপ শিক্ষার্থী ও স্কুলের শিক্ষকদের মাঝে বিতরণ করেন। এ সময় স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে আনন্দ উদ্দীপনা দেখা দেয়। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আঃ কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জসিম উদ্দিন হায়দার প্রমুখ।
×