ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মার্কিন পদক্ষেপ প্রতিহিংসামূলক ॥ পিএলও মিশন প্রধান

ওয়াশিংটনে ফিলিস্তিনী দূতাবাস বন্ধ

প্রকাশিত: ০৫:৫৯, ১৫ সেপ্টেম্বর ২০১৮

 ওয়াশিংটনে ফিলিস্তিনী দূতাবাস বন্ধ

ওয়াশিংটনে ফিলিস্তীনের কূটনৈতিক দূতাবাসের কার্যক্রম বৃহস্পতিবার থেকে বন্ধ করে দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবির প্রেক্ষিতে এ পদক্ষেপ নেয়া হলো। তবে আশা করা হচ্ছে, এটি স্বল্প সময়ের জন্য বন্ধ করা হয়েছে। খবর এএফপির। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তারা সোমবার দূতাবাসটি বন্ধ করে দেয়ার নির্দেশ দেন। ইসরাইলের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরু করার জন্য ফিলিস্তিনীদের চাপের মুখে রাখতে এই প্রস্তাবটি করা হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিলিস্তিনীদের মধ্যে সর্বশেষ উত্তেজনাকর পরিস্থিতি হল দূতাবাস বন্ধ করে দেয়া। গত ডিসেম্বরে বিতর্কিত শহর জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পের স্বীকৃতি দেয়ার পর ফিলিস্তিনীরা ওয়াশিংটনের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। ফেসবুকে এক ভিডিও বক্তব্যে প্যালেস্টাইন লিবারেশন অরগানাইজেশন মিশনের প্রধান হুসাম জুমলোত বলেছেন, এই পদক্ষেপ দুর্ভাগ্যজনক ও প্রতিহিংসামূলক। অসলো চুক্তির ২৫তম বার্ষিকীতে দূতাবাসটি বন্ধ করে দেয়া হল। প্রতিদ্বন্দ্বী ইসরাইল ও ফিলিস্তিনীদের মধ্যে প্রথম সাক্ষরিত চুক্তি হচ্ছে অসলো। এতে উভয়পক্ষই দশকের পর দশক ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে একমত হন। যেটি এখন অচলাবস্থা ও তিক্ত সম্পর্কের জন্য কলঙ্কিত। জুমলোত বলেন, এটি আমাদের জন্য অপ্রত্যাশিত নয় যে ট্রাম্প প্রশাসন আমাদের কেবল দুটি উপায় বেছে নিতে বলেছে। যার একটি হলো হয় আমরা মার্কিন প্রশাসনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করি অথবা আমরা একটি জাতি হিসেবে আমাদের অধিকার হারাই। আমাদের প্রেসিডেন্ট, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ফিলিস্তিনী জনগণ আমাদের অধিকারকে বেছে নিয়েছেন। ফিলিস্তিনীরা বর্তমান যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্কের জন্য অত্যন্ত দুঃখিত। বক্তব্যে জুমলোত কোটি কোটি আমেরিকানকে ফিলিস্তিনীদের বন্ধু হিসেবে অভিহিত করেছেন। তিনি আশা করেন যে, আমরা খুব শীঘ্রই ফিলিস্তিনী ও আমেরিকান জনগণের মধ্যে ঐতিহাসিক সম্পর্কের প্রতীক ও প্রতিফলন হিসেবে আবার দুতাবাসের কার্যক্রম শুরু করব। মিশন বন্ধ করে দেয়ার আগে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনীদের জন্য ত্রাণ সহায়তায় দেয়া ২০ কোটি মার্কিন ডলারেরও বেশি অনুদান বন্ধ করে দিয়েছে। এছাড়াও তারা ফিলিস্তিনী শরণার্থীদের সহায়তাকারী জাতিসংঘের সংস্থার প্রতিও তাদের সমর্থন প্রত্যাহার করে। হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরাইলী কর্মকর্তাদের বিচার করার জন্য ফিলিস্তিনী নেতারা অভিযোগ দায়ের করার পর দূতাবাসটির কার্যক্রম ছয়মাসের জন্য স্বাভাবিক রাখতে নতুন করে নবায়নের আবেদন প্রত্যখ্যান করার কথা জানা যায়। ফিলিস্তিনী নেতারা জানিয়েছেন, ট্রাম্পের হোয়াইট হাউস একতরফাভাবে ইসরাইলের হয়ে পক্ষপাতিত্বপূর্ণ কাজ করছে এবং তাদের শর্তবলী মেনে নিতে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে।
×