ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সরে যাচ্ছে ১০ লাখ মানুষ

যুক্তরাষ্ট্রে হারিকেন ফ্লোরেন্সের তীব্রতা কমেছে

প্রকাশিত: ০৫:২৬, ১৫ সেপ্টেম্বর ২০১৮

 যুক্তরাষ্ট্রে হারিকেন ফ্লোরেন্সের তীব্রতা কমেছে

জনকণ্ঠ ডেস্ক ॥ হারিকেন ফ্লোরেন্সের প্রভাবে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের অনেক এলাকায় দমকা বাতাস ও বৃষ্টির পরিমাণ বাড়ছে। আবহাওয়া অধিদফতর হারিকেনটির মাত্রা ১-এ নামিয়ে আনলেও ‘জীবন-সংহারী’ এ ঝড় নর্থ ও সাউথ ক্যারোলাইনা এবং ভার্জিনিয়াকে লন্ডভন্ড করে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর সিএনএন ও বিবিসির। এরই মধ্যে তিনটি রাজ্যের উপকূল রেখার ১০ লাখেরও বেশি বাসিন্দাকে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে নির্দেশ দেয়া হয়েছে। নর্থ ও সাউথ ক্যারোলাইনায় আছড়ে পড়ার পর ঝড়টি ঘণ্টায় দেড় শ’ কিলোমিটার বেগের বাতাস নিয়ে উপকূল থেকে ভেতরের দিকে অগ্রসর হতে পারে বলে কর্মকর্তারা সতর্ক করেছেন। বৃহস্পতিবার মার্কিন পূর্ব উপকূলে দমকা বাতাসের ঝাপটা ক্রমাগতভাবে বেড়েছে। আবহাওয়া পরিস্থিতি খারাপ হতে শুরু করায় এরই মধ্যে এক লাখেরও বেশি বাড়িঘরের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
×