ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিকাশের সহায়তায় বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচী সম্প্রসারণ

প্রকাশিত: ০৪:০৫, ১৫ সেপ্টেম্বর ২০১৮

 বিকাশের সহায়তায় বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচী সম্প্রসারণ

বৃহস্পতিবার আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এ্যান্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে বিকাশের সহায়তায় ‘বইপড়া’ কর্মসূচীর আওতায় বই বিতরণ করেছে বিশ্বসাহিত্য কেন্দ্র। দেশের শীর্যস্থানীয় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের সহায়তায় বইপড়ার মাধ্যমে আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে বিশ্বসাহিত্য কেন্দ্রের ‘বইপড়া’ কর্মসূচীর সম্প্রসারণের অংশ হিসেবে এ শিক্ষা প্রতিষ্ঠানের মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, বিকাশ লিমিটেডের চীফ এক্সটার্নাল এ্যান্ড কর্পোরেট এ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল (অব) শেখ মোঃ মনিরুল ইসলাম, জনপ্রিয় শিশুসাহিত্যিক আলী ইমাম, শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী শাখা) মোঃ আবু বকর সিদ্দিক এবং সভাপতিত্ব করেন ওই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর হাছিবুর রহমান। -বিজ্ঞপ্তি
×