ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন লুলা

প্রকাশিত: ০৬:১৯, ১৩ সেপ্টেম্বর ২০১৮

প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন লুলা

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা আগামী মাসের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তার বদলে রানিংমেট ফার্নান্দো হাদ্দাদকে প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী করতে সমর্থকদের প্রতি আহ্বানও জানিয়েছেন ব্রাজিলে ব্যাপক জনপ্রিয় এ বামপন্থী রাজনীতিক। বিবিসি। মঙ্গলবার দেশটির ওয়ার্কার্স পার্টির নেতা গ্লেইসি হফম্যান পুলিশ সদর দফতরের বাইরে লুলার সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান। দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত ৭২ বছর বয়সী লুলা এ পুলিশ সদর দফতরেই ১২ বছরের দ- ভোগ করছেন। সাবেক এ প্রেসিডেন্ট অবশ্য শুরু থেকেই তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে অস্বীকার করে আসছেন। আয়ারল্যান্ড সফর বাতিল করলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আসন্ন আয়ারল্যান্ড সফর বাতিল করেছেন। সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে ব্যাপক বিক্ষোভ প্রদর্শনের পরিকল্পনা করা হয়েছে। খবর ইন্ডিপেন্ডেন্টের। আশা করা হচ্ছিল, প্রেসিডেন্ট ট্রাম্প ১১নবেম্বর ফ্রান্সের প্রথম বিশ্বযুদ্ধের প্রতিকী সমাপ্তি উদ্যাপনকারী বার্ষিকী আর্মিস্টিস ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেয়া শেষে আয়ারল্যান্ড সফর করবেন। ট্রাম্পের আগমনকে কেন্দ্র করে বিক্ষোভকারীরা আয়ারল্যান্ডজুড়ে ব্যাপক প্রতিবাদ সমাবেশের পরিকল্পনা করেন।
×