ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নতুন শীর্ষ বৈঠকে বসতে ট্রাম্পকে উনের আমন্ত্রণ

প্রকাশিত: ০৫:২৭, ১২ সেপ্টেম্বর ২০১৮

নতুন শীর্ষ বৈঠকে বসতে ট্রাম্পকে উনের আমন্ত্রণ

নতুন আরেকটি শীর্ষ বৈঠকের অনুরোধ জানিয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্র বলেছে, দুই নেতার বৈঠকের দিনক্ষণ ঠিক করতে এরই মধ্যে কাজও শুরু হয়েছে। চলতি বছরের জুনে সিঙ্গাপুরে বৈরী এই দেশ দুটির দুই শীর্ষ নেতা প্রথমবারের মতো এক ঐতিহাসিক বৈঠকে মিলিত হয়েছিলেন; তারই ধারাবাহিকতায় নতুন শীর্ষ বৈঠকের অনুরোধ করা হয়েছে। খবর বিবিসির। উত্তর কোরিয়ার ‘হৃদ্যতাপূর্ণ’ এই চিঠি ‘পারমাণবিক নিরস্ত্রীকরণে পিয়ংইয়ংয়ের প্রতিশ্রুতির ধারাবাহিকতার’ প্রকাশ বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স। সিঙ্গাপুরে ট্রাম্প-কিমের ঐতিহাসিক সম্মেলনের পর থেকেই কোরীয় উপদ্বীপের পারমাণবিক নিরস্ত্রীকরণের আলোচনা ধীরে ধীরে থিতিয়ে আসছিল। তার মধ্যেই উত্তর কোরিয়ার শীর্ষ নেতার এ আমন্ত্রণ নিরস্ত্রীকরণের বিষয়ে আশা ধরে রাখল। চিঠির প্রাথমিক উদ্দেশ্যই হচ্ছে প্রেসিডেন্টের (ট্রাম্প) সঙ্গে আরেকটি বৈঠকের অনুরোধ ও এর দিনক্ষণ ঠিক করা। এরই মধ্যে আমরা কাজ শুরু করেছি, এ নিয়ে সমন্বয়ও চলছে, বলেছেন স্যান্ডার্স। দুই নেতার সম্ভাব্য বৈঠকটি কবে অনুষ্ঠিত হবে সে সম্বন্ধে কোন ধারণা দেননি হোয়াইট হাউসের এ মুখপাত্র।
×