ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের প্রথম জয়

প্রকাশিত: ০৬:৩৫, ১১ সেপ্টেম্বর ২০১৮

বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের প্রথম জয়

জাহিদুল আলম জয় ॥ উয়েফা নেশন্স লীগ ফুটবলে প্রথম জয়ের দেখা পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। রবিবার রাতে ঘরের মাঠে গ্রুপ এ ওয়ানের ম্যাচে হল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ফরাসীরা। প্যারিসে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকদের হয়ে গোল করেন কিলিয়ান এমবাপে ও অলিভিয়ের জিরুড। এর ফলে হার দিয়ে নয়া এই লীগে মিশন শুরু হলো ডাচদের। পরশু রাতের অন্য ম্যাচের মধ্যে গ্রুপ সি ত্রিতে বুলগেরিয়া ১-০ গোলে নরওয়েকে ও সাইপ্রাস ২-১ গোলে স্লোভেনিয়াকে হারিয়েছে। গ্রুপ ডি ওয়ানে জর্জিয়া ১-০ গোলে লাটভিয়াকে, ডি ফোরে মেসিডোনিয়া ২-০ গোলে আর্মেনিয়াকে বি ওয়ানে ইউক্রেন ১-০ গোলে স্লোভাকিয়াকে ও বি ফোর গ্রুপে ডেনমার্ক ২-০ গোলে হারিয়েছে ওয়েলসকে। প্যারিসে অতিথি ডাচদের বিপক্ষে ম্যাচের শুরুর দিকেই এমবাপের গোলে ফ্রান্স এগিয়ে যায়। বিরতির পর রায়ান বাবেল গোল করে হল্যান্ডকে সমতায় ফেরান। কিন্তু শেষ পর্যন্ত জিরুডের গোলে স্বস্তি নিয়েই ঘরে ফিরে স্বাগতিক দর্শকরা। এর আগে জার্মানির বিপক্ষে প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র করেছিল ফরাসীরা। প্রায় ৮০ হাজার স্বাগতিক দর্শকের সামনে অনুষ্ঠিত ম্যাচটিতে যেন বিশ্বকাপ জয়ের আনন্দই প্রতিফলিত হচ্ছিল। ফ্রেঞ্চ দল ও তাদের সমর্থকরা মূলত বিশ্বকাপে জয়ের সঙ্গে সঙ্গে তা উদযাপনের আনন্দটা উপভোগ করতে পারেনি। দুই দল মাঠে নামার আগে পুরো পিচ ঢেকে রেখেছিল একটি ব্যানার, যেখানে লেখা ছিল ‘বিশ্ব চ্যাম্পিয়ন’। দিদিয়ের দেশমের দলকে ম্যাচ শুরুর আগে এভাবেই দেশের জাতীয় স্টেডিয়ামে স্বাগত জানানো হয়। ম্যাচ শুরুর ৫০ সেকেন্ডের মধ্যেই ডাচ গোলরক্ষক জাসপার সিলিসেন এমবাপের একটি প্রচেষ্টা রুখে দেন। এই ম্যাচে আরও একবার প্রমাণিত হয়েছে ভবিষ্যতের ব্যালন ডি’অর বিজয়ী হিসেবে কেন তাকে ইতোমধ্যেই বিবেচনা করা হচ্ছে। ১৪ মিনিটে ব্লেইস মাতৌদির ক্রসে ১৯ বছর বয়সী এই তরুণ স্ট্রাইকারের গোলেই এগিয়ে যায় স্বাগতিকরা। চলতি বছর এটি ছিল এমবাপের অষ্টম আন্তর্জাতিক গোল। রোনাল্ড কোম্যানের অধীনে নতুনভাবে পুনর্গঠিত হওয়ার চেষ্টা করা ডাচ্ দলটির বিপক্ষে ফ্রান্স ছিল একেবারে অপ্রতিরোধ্য। ২০১৬ ইউরো ও চলতি বছর বিশ্বকাপের মূল পর্বে খেলতে ব্যর্থ হওয়া হল্যান্ড আবারও ঘুরে দাঁড়ানোর মিশনে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ম্যাচের ৬৬ মিনিটে প্রথম ভাল একটি সুযোগ নষ্ট করে সফরকারীরা। ডি বক্সের মধ্যে জিওর্জিনিও উইনালডাম ফাঁকায় বল পেয়েও বাইরে মারেন। কিন্তু পরের মিনিটেই কেনি টেটের লো ক্রসে বাবেল আর ভুল করেননি। ৭৫ মিনিটে জিরুডের গোলে ফ্রান্সের জয় নিশ্চিত হয়। এটি জাতীয় দলের জার্সি গায়ে জিরুডের ৩২তম গোল, জিনেদিন জিদানের থেকে যা একটি গোল বেশি। জার্মানির সঙ্গে ড্র ও হল্যান্ডকে হারানোয় গ্রুপ ওয়ানে ফ্রান্স এখন বেশ ভালভাবেই শীর্ষে অবস্থান করছে। প্রতিটি গ্রুপের শীর্ষ দল নিয়ে আগামী জুনে চার দলের ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এই ম্যাচে ১১ ম্যাচ আর ৬৯৮ মিনিট পর ফ্রান্সের হয়ে গোল করেছেন জিরুড। গোল করতেই যেন ভুলে গিয়েছিলেন তিনি। দেশের জার্সিতে মাঝে ১১ ম্যাচ কেটে গেলেও গোল পাচ্ছিলেন না চেলসির এই স্ট্রাইকার। তিন মাস আগে রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের শিরোপা জয়েও আফসোস হয়ে আছে নিজের গোল না পাওয়া। অবশেষে জিরুড গোল পেয়েছেন লম্বা সময় পর। ম্যাচ শেষে ফরাসী কোচ দিদিয়ের দেশম উচ্ছ্বাস প্রকাশ করেন জিরুড গোল পাওয়ায়। দেশম বলেন, আমি আসলে সব মিলিয়ে জিরুডের ওপর যথেষ্ট সন্তুষ্ট। যেকোন স্ট্রাইকারের ক্যারিয়ারেই এমন গোল খরার সময় আসতে পারে। কিন্তু সে আমাদের দলে ভূমিকা রাখছে। সে দুর্দান্ত একটা গোল করেছে। যে গোল আমাদের জয় পেতে সাহায্য করেছে।
×