ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

স্বর্ণখচিত পাথর

প্রকাশিত: ০৫:২৫, ১১ সেপ্টেম্বর ২০১৮

স্বর্ণখচিত পাথর

পশ্চিম অস্ট্রেলিয়ার খনি শ্রমিকরা দুটি বিশাল আকারের স্বর্ণখচিত পাথর আবিষ্কার করেছেন। প্রতিটির মূল্য মিলিয়ন মিলিয়ন ডলার হতে পারে। বড়টির ওজন ৯৫ কেজি। সঙ্গে ২ হাজার ৪শ’ আউন্সেরও বেশি স্বর্ণ রয়েছে। ছোটটির ওজন ৬৩ কেজি। সঙ্গে ১ হাজার আউন্স স্বর্ণ রয়েছে। একজন খনি প্রকৌশলী এগুলোকে খুবই বিরল বলে বর্ণনা করেছেন –বিবিসি ১০ লাখতম পর্যটককে সংবর্ধনা চলতি বছর দশ লাখ পর্যটক মালদ্বীপ সফর করেছে। রবিবার বিমানবন্দরে দশ লাখতম পর্যটক গিয়ে পৌঁছলে তাকে বিপুল সংবর্ধনা দেয়া হয়। এই দশ লাখতম ব্যক্তি একজন পুরুষ। তিনি হানিমুন করতে স্ত্রীকে নিয়ে সেখানে যান। ওই দম্পতিকে বিনামূল্যে রিসোর্টে থাকা, সি প্লেন ভ্রমণ ও ইন্টারনেট প্যাকেজ দেয়া হয়। ২০১৫ সাল থেকে দেশটি দশ লাখতম পর্যটকের আগমন উপলক্ষে সংবর্ধনা দিয়ে যাচ্ছে –সিনহুয়া
×