ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিরিয়ার বিরুদ্ধে রাসায়নিক হামলার প্রস্তুতির অভিযোগ

প্রকাশিত: ০৩:৪৩, ৮ সেপ্টেম্বর ২০১৮

  সিরিয়ার বিরুদ্ধে রাসায়নিক  হামলার প্রস্তুতির অভিযোগ

সিরিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত জিম জেফরি জানিয়েছেন, সিরিয়ার সরকারী বাহিনী ইদলিবে রাসায়নিক অস্ত্র ব্যবহারের জন্য প্রস্তুত করে রেখেছে। এ ধরনের অনেক প্রমাণ পাওয়া গেছে। খবর বিবিসির। এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, জিম জেফরি বলেছেন, বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাটিতে এক আনুষ্ঠানিক অভিযান শুরু হবে। যা ওই অঞ্চলের জন্য বেপরোয়া হয়ে উঠবে। সিরিয়ার সরকার বরাবরই রাসায়নিক অস্ত্র ব্যবহারের কথা অস্বীকার করে আসছেন। রাশিয়ান প্লেনগুলো ইতোমধ্যে উত্তর-পশ্চিমাঞ্চালীয় বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় ব্যাপক বোমা হামলা শুরু করেছে। সেখানে ব্যাপক আগ্রাসী মনোভাব দেখাচ্ছে সেনাবাহিনী। শুক্রবার ইরানে এক সম্মেলন শুরুর প্রাক্কালে রাসায়নিক অস্ত্র হামলার জন্য প্রস্তুত থাকার প্রমাণের কথা যুক্তরাষ্ট্র জানায়। সম্মেলনে রাশিয়া ও ইরানের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সম্মেলনকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তুরস্ক উভয়েই সমর্থন দিয়েছে। উভয়েরই কিছু বিদ্রোহী গোষ্ঠীর সমর্থন রয়েছে। যদি সর্বাত্মক হামলা হয় তাহলে সেখানে এক মানবিক বিপর্যয় ঘটতে পারে বলে জাতিসংঘ সতর্ক করে দিয়েছে। আর তুরস্ক তার সীমান্তজুড়ে নতুন করে শরণার্থীদের ঢল নামার আশঙ্কা প্রকাশ করেছে। সিরিয়ায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত নিযুক্ত হওয়ার পর প্রথম সাক্ষাতকারে জেফরি বলেন, আমি খুব নিশ্চিত যে আমাদের খুব, খুব ভাল ভিত্তি রয়েছে এ ধরনের সতর্কতা দেয়ার জন্য। যেকোন আক্রমণের তীব্রতা বৃদ্ধি আমাদের কাছে আপত্তিজনক। কেননা লড়াইটি বেপরোয়া হয়ে থাকে। সেখানে ব্যবহারের জন্য রাসায়নিক অস্ত্র প্রস্তুত রাখার ব্যাপক প্রমাণ রয়েছে। তিনি যে বক্তব্য দিয়েছেন তার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। মার্কিন পররাষ্ট্র দফতর সোমবার সতর্ক করে দিয়ে বলেছে যে, সিরিয়ার সরকার বা তার মিত্ররা কোন ধরনের রাসায়নিক হামলা চালালে যুক্তরাষ্ট্র তার সমুচিত জবাব দেবে। সিরিয়ার অস্বীকার করা সত্ত্বেও জাতিসংঘ ও অরগানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অব কেমিক্যাল ওয়েপন্সের (ওপিসিডব্লিউ) বিশেষজ্ঞরা জানিয়েছেন, তারা ২০১৭ সালের এপ্রিল মাসে ইদলিবের দক্ষিণাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত শহরে নার্ভ এজেন্ট সারিন হামলার পেছনে সরকারী বাহিনীর জড়িত থাকার বিষয়ে নিশ্চিত।
×